এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

১০ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
২৭শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
১২ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

……………………………

তাহিরপুরে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ

Daily Jugabheri
প্রকাশিত ১০ জুলাই, বুধবার, ২০২৪ ১৯:৩৫:৩০

 যুগভেরী ডেস্ক ::: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় দ্বিতীয় দফার আগ্রাসী বন্যায় ক্ষতিগ্রস্ত ২ হাজার পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ত্রাণ সামগ্রী বিতরন করা হয়েছে।বুধবার (১০ জুলাই) দুপুরে উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের মোয়াজ্জেমপুর উচ্চ বিদ্যালয় মাঠে ও সুলেমানপুর বাজারে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এসব ত্রাণ সামগ্রী বিতরনকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এডভোকেট রনজিত চন্দ্র সরকার।

এছাড়াও উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমল কান্তি কর, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এখলাছুর রহমান তারা, তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান বোরহান উদ্দিন, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান বিশ্বজিত সরকার, ইউপি সদস্য মিয়া হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইমরান হোসেন বিপক, উপজেলা আওয়ামী লীগের সদস্য আজিজুল হক, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বজলু মিয়া, প্রমুখ।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন