যুগভেরী ডেস্ক ::: সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের আলীনগর ও ছালিয়া নয়াটিলা গ্রামে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে সিলেট সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে শাড়ী ও থ্রিপিছ বিতরণ করা হয়েছে। গত শনিবার (৬ জুলাই) বিকেলে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ও আকবেটের সহযোগিতায় শাড়ী ও থ্রিপিছ বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মো. সুজাত আলী রফিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. মাহবুবুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম, সিলেট জেলা পরিষদের সাবেক সদস্য মো. শাহানুর মিয়া।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আব্দুর রহিম, আব্দুল আলীম, আব্দুস সত্তার, মুক্তার হোসেন, মোবারক হোসেন, ফরিদ আহমদ, আব্দুল আজিজ, উপেন্দ্র ঘোষ, নজরুল ইসলাম, আব্দুস সালাম, আফরোজ হোসেন, হিরণ শাহ, সাইফুল ইসলাম প্রমুখ।
সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন