যুগভেরী ডেস্ক ::: দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ বদরুল ইসলাম বলেছেন, বন্যার শুরু থেকে সরকার বন্যার্তদের পাশে রয়েছে।পাশাপাশি বিত্তবান ও প্রবাসীরা সাহায্যয়ে এগিয়ে এসেছেন। সরকার, বিত্তবান, প্রবাসীরা বন্যার্তদের পাশে রয়েছেন। এ ধারাবাহিকতা অব্যাহত থাকলে কেই না খেয়ে থাকবে না। আমেরিকা প্রবাসী জসিম উদ্দিনকে বন্যার্তদের পাশে এগিয়ে আসায়, নগদ অর্থ বিতরণ করায় তাকে ধন্যবাদ জানান। বদরুল ইসলাম গতকাল ৪ জুলাই বৃহস্পতিবার দুপুরে দক্ষিণ সুরমার মোগলাবাজার ইউনিয়ন পরিষদ মিলনায়তনে মোগলাবাজার ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্ত লোকদের মধ্যে নগদ অর্থ বিতরণ কালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। নোয়াখালী বাসিন্দা আমেরিকা প্রবাসী ইঞ্জিনিয়ার
জসিম উদ্দিনের পক্ষ থেকে ও মোগলাবাজারের বাসিন্দা আমেরিকা প্রবাসী মোহাম্মদ খলিলুর রহমান এর সার্বিক সহযোগীতায় নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে দক্ষিণ সুরমা প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম মুসিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মোগলাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফখরুল ইসলাম সাইস্তা, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সাবেক সভাপতি আশরাফুল ইসলাম ইমরান,বর্তমান সাধারণ সম্পাদক শরীফ আহমদ,মোগলাবাজার ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের মেম্বার মোঃ মঈনুল হক, ৩নং ওয়ার্ডের মেম্বার মোঃ আইয়ুব হোসেন।
অনুষ্ঠানে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০টি পরিবারকে ১ হাজার টাকা করে নগদ অর্থ বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি
সম্পাদক মণ্ডলীর সভাপতি : নূরুর রশীদ চৌধুরী, সম্পাদক : ফাহমীদা রশীদ চৌধুরী, সহকারী সম্পাদক : ফাহমীনা নাহাস
ভারপ্রাপ্ত সম্পাদক : অপূর্ব শর্মা