এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
২রা জিলকদ, ১৪৪৬ হিজরি

……………………………

দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে-সিলেট কল্যাণ সংস্থার-অবস্থান কর্মসূচী পালন

Daily Jugabheri
প্রকাশিত ০৩ জুলাই, বুধবার, ২০২৪ ২২:৫৪:৪২

যুগভেরী ডেস্ক ::: সিলেট কল্যাণ সংস্থা, সিকস’র অঙ্গ সংগঠন সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার যৌথ উদ্যোগে ৩ জুলাই ২০২৪ বুধবার বিকাল ৩.৩০ ঘটিকায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে এক ঘন্টার অবস্থান কর্মসূচী অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, সাধারণ মানুষের আয়ের সাথে বর্তমানে ব্যয়ের কোনো সামঞ্জস্য নেই। মধ্যবিত্ত ও নি¤œবিত্তরা প্রতি মাসের প্রায় ১০/১২ দিন খুবই কষ্টে দিন অতিবাহিত করতে হয়। ৩/৪ বছর ধরে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য লাগামহীনভাবে বেড়ে চলছে। কিন্তু ৪ বছরে সাধারণ যেকোন ব্যাক্তির আয় ৪-৫ গুন বৃদ্ধি হয়নি। তবে নিত্য পণ্যের মূল্য ধারাবাহিকভাবে বেড়েই চলছে। এরমধ্যে জ¦ালানী, বিদ্যুৎ ও গ্যাসের মূল্য বৃদ্ধি পাওয়ায় অসাধু ব্যবসায়ীরা এই বিষয়কে উপলক্ষ্য করে সবধরণের প্যাকেটজাত পন্যের মূল্য দুই বা তিন গুন বৃদ্ধি করে ফেলেছে। যা ক্রয় করতে সাধারণ মানুষ হিমশিম খাচ্ছেন। বক্তারা আরো বলেন, দ্রব্যমূল্য বৃদ্ধির যাঁতাকলে গরিব ও অসহায় মানুষের পাশাপাশি পিষ্ট হচ্ছেন নি¤œ ও মধ্যবিত্তরা। তেল গ্যাস থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় সব পণ্যের দাম শুধু বাড়ছে আর বাড়ছে। সাধারণ মানুষ অসাধারণ হতে পারছে না বলে তাদের কষ্টের সীমা নেই। নুন আনতে পান্তা ফুরায় প্রবাদটি আজ চরম সত্য হয়ে পড়েছে। নিত্যপণ্যের দাম হু হু করে বাড়ছে। চাল, ডাল, তেল, গ্যাস, আটা, চিনি, মাছ, ডিম থেকে শুরু করে শাক-সবজি এমন কোনো নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র নেই, যার দাম বাড়েনি বা বাড়ছে না। নিত্যপণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধির কারণে সাধারণ মানুষ হতাশ হয়ে পড়ছে। করোনা পরবর্তী পরিস্থিতি সামাল দিতে গিয়ে আজ পর্যন্ত অনেক মানুষকে ঋণের যাতাকল থেকে বেরিয়ে আসা সম্ভব হয়নি। খেটে খাওয়া অধিকাংশ মানুষের খরচের ব্যয়ভার বহন করতে না পেয়ে শহর ছেড়ে গ্রামে চলে যাচ্ছেন। তারপরও এই অবস্থায় দ্রব্যমূল্যের অস্বাভাবিক বৃদ্ধিতে সংসার চালানোই দায় হয়ে পড়েছে অনেকের। নিত্যপণ্যের লাগামহীন মূল্য বৃদ্ধি গরীব, নি¤œ ও সীমিত আয়ের মানুষসহ নি¤œ ও মধ্যবিত্ত শ্রেণির বিপুল সংখ্যক মানুষের জীবনকে রীতিমত দুর্বিসহ করে তুলছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীসহ সংশ্লিষ্ট ব্যাক্তিদের নিত্য প্রয়োজনীয় দ্রব্যর্মূল্যের উর্ধ্বগতি রোধ ও সাধারণ মানুষের আয়ের সামঞ্জস্য রেখে পণ্যে মূল্য নির্ধারণ করার জোর দাবি জানান বক্তারা। সাথে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতি নিয়ন্ত্রণ করতে হলে সিন্ডিকেটবাজ, মজুতদার, অসাধু ব্যবসায়ী ও অধিক মুনাফাখোরদের চিহ্নিত করে আইনের আওতায় আনা খুবই প্রযোজন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে জাতীয় যুব দিবস-২০১০ এ জাতীয় যুব পুরস্কার শ্রেষ্ঠ যুব সংগঠক পদকপ্রাপ্ত সংস্থাগুলোর প্রতিষ্ঠাতা সভাপতি ও সিলেট কল্যাণ সংস্থার কার্যকরী কমিটির সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের সভাপতিত্বে ও সিবিযুকস’র সিলেট মহানগর কমিটির সভাপতি হুমায়ুন রশিদ চৌধুরীর পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন সিবিযুকস’র বিভাগীয় কমিটির সভাপতি আলহাজ্জ মুখতার আহমেদ তালুকদার। এক ঘন্টার অবস্থান কর্মসূচীতে প্রধান বক্তার বক্তব্য রাখেন সিবিযুকস’র বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ আজিজুর রহমান আজিজ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিকস’র কার্যকরী কমিটির সহ-সাধারণ সম্পাদক মোঃ তালেব হোসেন তালেব, সিবিযুকস’র বিভাগীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ সাজ্জাদ খান, সিলেট জেলা কমিটির সভাপতি হাজী মোঃ আশরাফ উদ্দিন, সহ-সভাপতি তোফায়েল আহমদ, সহ-সাধারণ সম্পাদক মখছুছুর রহমান। কর্মসূচীতে সংগঠন গুলোর নেতৃবৃন্দদের মধ্যথেকে উপস্থিত ছিলেন সিবিযুকস’র বিভাগীয় কমিটির সহ-সাধারণ আব্দুস সোবহান আজাদ, সাংগঠনিক সম্পাদক মুসলেহ উদ্দিন চৌধুরী মিলাদ, প্রচার সম্পাদক মোঃ ফুজায়েল আহমদ, যুব ও ক্রীড়া সম্পাদক মোঃ আল-আমিন আহমদ, সিলেট মহানগর কমিটির প্রচার সম্পাদক দিপক কুমার মোদক বিলু, সুনামগঞ্জ জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ মহিবুর রহমান মুহিব, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, প্রচার সম্পাদক মোঃ রুবেল মিয়া, সহ-প্রচার সম্পাদক মোঃ ইয়াকুব, এক ঘন্টার অবস্থান কর্মসূচীতে একাত্মতা পোষণ করে অধিকার সচেতন নাগরিক সমাজের পক্ষ থেকে ফজলুল হক তানুমিয়া ফাউন্ডেশনের সিনিয়র সহ-সভাপতি মোঃ বদরুল ইসলাম, সহ-সভাপতি খছরুজ্জামান খছরু, মিল্লাত আহমদ, মোঃ আবুল হোসেন, এনামুল হক চৌধুরী, ফয়েজ আহমদ মুকিত, সাইদুর রহমান, আকবর আলী, আদিল আহমেদ, আরশ আলী, শিব্বির আহমদ, শাহরিয়া হাসান, মোঃ শিমুল ইসলাম, রেদুওয়ান আহমদ, রবিন আহসান, শাহ জামাল, আবু খালেদ, মোঃ মারুফ খান, জুয়েল কৌশিক ও আনোয়ার উদ্দিন। এক ঘন্টার অবস্থান কর্মসূচীতে শতাধিক দেশপ্রেমিক সাধারণ জনগণ স্বতঃস্ফুর্তভাবে উপস্থিত ছিলেন।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন