এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

২৯শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
১৪ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

সিলেটে দিনভর থেমে থেমে বৃষ্টি

Daily Jugabheri
প্রকাশিত ০১ জুলাই, সোমবার, ২০২৪ ১৮:৪০:০১
সিলেটে দিনভর থেমে থেমে বৃষ্টি

যুগভেরী ডেস্ক ::: সিলেটে আবারও শুরু হয়েছে অতিবৃষ্টি। দিনভর থেমে থেমে ঝরেছে বৃষ্টি। সোমবার (১ জুলাই) ভোররাত থেকে টানা বৃষ্টির ফলে বেড়েছে সিলেটের নদ-নদীর পানি।

সিলেট আবহাওয়া অফিস সোমবার (১ জুলাই) জানিয়েছে, রোববার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৯টা পর্যন্ত ২৭ ঘণ্টায় সিলেটে ১০৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আগামী কয়েকদিন আরও বৃষ্টি বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

এদিকে, পানি উন্নয়ন জানিয়েছে, সোমবার (১ জুলাই) সুরমা নদীর পানি কানাইঘাট পয়েন্টে বিপৎসীমার ৩০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। এছাড়া কুশিয়ারা নদীর ফেঞ্চুগঞ্জ পয়েন্টে পানি রয়েছে বিপৎসীমার ৮১ সেন্টিমিটার উপরে।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী দীপক রঞ্জন দাস জানান, পূর্বাভাস অনুযায়ী সিলেটে চলতি সপ্তাহে স্বল্পমেয়াদী বন্যার আশঙ্কা রয়েছে। সিলেট ও চেরাপুঞ্জিতে অতিবৃষ্টির কারণে বন্যার সম্ভাবনা রয়েছে। গত কয়তদিন ধরেই শুরু হয়েছে বৃষ্টি, বৃষ্টির মধ্যেই ছাত্র-ছাত্রীরা বিদ্যালয়ে যাচ্ছে। সিলেট নগরীর জিন্দাবাজারস্থ অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণ খেকে ছবিটি তুলেছেন আমাদের আলোচিত্রী রেজওয়ান আহমদ।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন