এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
২০শে রজব, ১৪৪৬ হিজরি

সিলেটের ৩ নদীর পানি বিপৎসীমা ছাড়িয়েছে

Daily Jugabheri
প্রকাশিত ০১ জুলাই, সোমবার, ২০২৪ ২৩:০৬:৪২

যুগভেরী ডেস্ক ::: ভারী বৃষ্টি ও উজানের ঢলে ফের বিপৎসীমা অতিক্রম তিন নদীর পানি। সোমবার (১ জুলাই) সকালে সুরমা নদীর পানি বিপৎসীমা ছাড়িয়ে গেলেও বিকেল তিনটায় কুশিয়ারা ও সারি নদীর পানি বিপৎসীমা অতিক্রম করে।

পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত তিন নদীর পানি বিপৎসীমার উপর দিয়ের প্রবাহিত হচ্ছে। এর মধ্যে সুরমা নদীর পানি কানাইঘাট পয়েন্টে বিপৎসীমার ১০২ সেন্টিমিটার, কুশিয়ারা নদীর পানি ২৮ সেন্টিমিটার, ফেঞ্চুগঞ্জ পয়েন্টে ৮৮ সেন্টিমিটার ও সারি নদীর পানি সারিঘাট পয়েন্টে ৩৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এদিকে, সিলেট আবহাওয়া অফিস জানিয়েছে সোমবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১৫৬ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এরমধ্যে বিকেল তিনটা থেকে ছয়টা পর্যন্ত ৭৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

এছাড়াও ভারতের মেঘালয়ের চেরাপুঞ্জিতে গত ২৪ ঘন্টায় ৩১৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে সে দেশটির আবহাওয়া অফিস।

সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মো. সজীব হোসাইন বলেন, সোমবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পর্যন্ত ১৫৬ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর আগে গত ২৪ ঘন্টায় বৃষ্টিপাত ছিল ৩৯ দশমিক ৬ মিলিমিটার।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন