এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
৫ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনা : প্রাণ হারালেন নারী

Daily Jugabheri
প্রকাশিত ৩০ জুন, রবিবার, ২০২৪ ২০:১৫:১২
সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনা : প্রাণ হারালেন নারী

যুগভেরী ডেস্ক ::: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় রেসা বেগম (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন একই পরিবারের আরও চারজন। রেসা বেগম জেলার ছাতক উপজেলার ঝিগলী গ্রামের সুহেল মিয়ার স্ত্রী।রোববার (৩০ জুন) বিকেলে উপজেলার পাগলা-জগন্নাথপুর আঞ্চলিক মহাসড়কের খাশিলা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম।

স্থানীয়রা জানান, জগন্নাথপুর থেকে সিএনজি অটোরিকশা করে গ্রামে ফেরার পথে পাগলা-জগন্নাথপুর আঞ্চলিক মহাসড়কের খাশিলা এলাকায় জগন্নাথপুরগামী একটি ট্রাক এসে অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশায় থাকা এক নারী ঘটনাস্থলেই মারা যান। আহত হন আরও চারজন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডেক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

 

 

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন