এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

৬ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
৪ঠা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সিলেট রাতারগুলে নিখোঁজের ১৮ ঘণ্টা পর কিশোরের মরদেহ উদ্ধার

Daily Jugabheri
প্রকাশিত ২৯ জুন, শনিবার, ২০২৪ ২২:২৯:০২

যুগভেরী ডেস্ক :: সিলেটের রাতারগুল পর্যটনকেন্দ্রে বেড়াতে গিয়ে পানিতে ডুবে শামীম আলী (১৬) নামে এক কিশোর মারা গেছে। শনিবার (২৯ জুন) দুপুর ১২টায় পানিতে নেমে নিখোঁজের ১৮ ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার করে পুলিশ।শামীম সিলেট নগরের বাগবাড়ি এলাকার শাহজাহান আলীর ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার (২৯ জুন) রাতারগুল জলাবনে বাইসাইকেল নিয়ে বেড়াতে গিয়েছিল চার কিশোর। সন্ধ্যা ৬টার দিকে রাতারগুল খেয়াঘাটের সিঁড়ি দিয়ে চেঙ্গেরখাল নদের পানিতে নামে তারা। এ সময় শামীম পানিতে তলিয়ে যায়। তবে অন্য তিনজন পারে ওঠে আসে। এক পর্যায়ে আশপাশের লোকজন ও পুলিশ সদস্যরা নিখোঁজ কিশোরের সন্ধান চালালেও গতকাল তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।

পরে আলো স্বল্পতায় উদ্ধার অভিযান বন্ধ করা হয়। এরপর আজ শনিবার সকাল থেকে মোটরঘাট এলাকায় নিখোঁজ কিশোরের সন্ধান চালানো হয়। পরে দুপুর ১২টার দিকে তার লাশ উদ্ধার করা হয়। সিলেট মহানগর পুলিশের বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুনু মিয়া বিষয়টি নিশ্চিত করেন।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন