এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

২২শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
১৯শে রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

সিলেট অঞ্চলে জলাবদ্ধতা ও বন্যা সমস্যার স্হায়ী সমাধান করুন: বাসদ

Daily Jugabheri
প্রকাশিত ২৭ জুন, বৃহস্পতিবার, ২০২৪ ২১:২২:০৯
সিলেট অঞ্চলে জলাবদ্ধতা ও বন্যা সমস্যার স্হায়ী সমাধান করুন: বাসদ

যুগভেরী ডেস্ক :: বাংলাদেশের সমাজতান্ত্রিক দল -বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। অদ্য ২৭জুন বৃহস্পতিবার বিকাল ৫টায় নগরীর ২৫নং ওয়ার্ডে ত্রাণ সামগ্রী বিতরণ কালে বাসদ সিলেট জেলা আহ্বায়ক আবু জাফর এর সভাপতিত্বে ও জেলা সদস্য সচিব প্রণব জ্যোতি পাল এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন জেলা সদস্য জুবায়ের আহমদ চৌধুরী সুমন, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট মনজুর আলম, স্থানীয় নেতৃবৃন্দের জুয়েল আহমদ,সামছু মিয়া,বাবলা আহমদ,আকলাছ মিয়া প্রমূখ।

এসময় নেতৃবৃন্দ বলেন, বন্যা প্রাকৃতিক হলেও দুর্ভোগের জন্য দায়ী মনুষ্য সৃষ্ট সংকট‌। কারণ বন্যা- জলাবদ্ধতার প্রধানতম কারণ হচ্ছে নদী-খাল-নালা-ড্রেন দখল, হাওর-দীঘি -পুকুর ভরাট, পাহাড়-টিলা কেটে সমতল ভূমিতে পরিণত করা। সর্বোপরি রয়েছে অপরিকল্পিত উন্নয়ন। এসবের যুক্ত শাসক শ্রেণীর প্রভাবশালীরা।আর দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ জনগণকে।

বক্তারা সিলেট অঞ্চলে জলাবদ্ধতা ও বন্যা সমস্যার স্হায়ী সমাধান, বন্যায় ক্ষতিগ্রস্তদের দ্রুত পুনর্বাসনের জন্য সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন