এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

২২শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
১৯শে রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

দক্ষিণ সুরমায় দুগ্ধ সমবায়ের কার্যক্রম সম্প্রসারণ প্রকল্পের ঋণের চেক বিতরণ

Daily Jugabheri
প্রকাশিত ২৭ জুন, বৃহস্পতিবার, ২০২৪ ২১:২৬:১৯
দক্ষিণ সুরমায় দুগ্ধ সমবায়ের কার্যক্রম সম্প্রসারণ প্রকল্পের ঋণের চেক বিতরণ

যুগভেরী ডেস্ক :::  দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ বদরল ইসলাম বলেছেন, উন্নয়নের গতিশীলতায় সমবায়ের গুরুত্ব অপরিসীম। দারিদ্র্য বিমোচন, দুর্যোগ ব্যবস্থাপনা, পরিবেশ বিপর্যয় প্রতিরোধ এবং খাদ্য নিরাপত্তাবলয় সৃষ্টির অন্যতম শক্তি সমবায়ী উদ্যোগ। সম্মিলিত চেষ্টার মাধ্যমে দেশ ও নিজের উন্নয়নে সমবায় প্রতিষ্ঠা আজ সময়ের দাবী। সমবায় আন্দোলনকে এগিয়ে নেয়ার পাশাপাশি গোটা বাংলাদেশে সমবায় আন্দোলনকে ছড়িয়ে দেয়ার দায়িত্ব সবার। তিনি দেশের আর্থ-সামাজিক উন্নয়ন ও স্বনির্ভরতা অর্জনে সমবায় ভিত্তিক উন্নয়নে সকলকে এগিয়ে আসার আহবান জানান।
তিনি ২৭ জুন বৃহস্পতিবার দুপুরে দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ হলরুমে সমবায় অধিদপ্তর, কর্তৃক বাস্তবায়নাধীন দুগ্ধ ঘাটতি উপজেলায় দুগ্ধ সমবায়ের কার্যক্রম সম্প্রসারণ প্রকল্প এর আওতায় দুগ্ধ সমবায়ীদের মধ্যে ঋণের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার উর্মি রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা সমবায় অধিদপ্তরের যুগ্ম নিবন্ধক ও প্রকল্প পরিচালক তোফায়েল আহমদ, সিলেট জেলা সমবায় কর্মকর্তা চন্দন দত্ত, এআরও তানিম রহমান। উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ মহবুবুর রহমানের সঞ্চালনায় দুগ্ধ সমবায় সমিতির সভাপতি গকুল রন্জন দত্ত, সদস্য সাদিকুর রহমান ও রোজিনা আক্তার।
অনুষ্ঠান শেষে দুগ্ধ সমবায় সমিতির ৪৭ সদস্যদের মাঝে চেক বিতরণ করা হয়।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন