যুগভেরী ডেস্ক ::: যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন ‘রাইটস অব দ্যা পিপল’ এর উদ্যোগে দিনব্যাপী হিউম্যান রাইটস এক্টিভিস্টস ট্রেনিং প্রোগ্রাম সম্পন্ন হয়েছে। গত (২৫ জুন) লন্ডনের মাইক্রোবিজনেস সেন্টারের হল রুমে উক্ত ট্রেনিং সম্পন্ন হয়।
সংগঠনের সভাপতি আসাদুজ্জামান সাফি’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত ট্রেনিং প্রোগ্রামে স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন রিলেশনশিপ থেরাপিস্ট এবং কমিউনিটি এক্টিভিস্ট আজমল মাসরুর, সাপ্তাহিক সুরমার সম্পাদক শামসুল আলম লিটন, ট্রেইনর এডাল্ট এডুকেশন এর টিউটর সৈয়দ জুলকারনাইন জুম্মা। ট্রেনিং শেষে অংশগ্রহণকারীদের সার্টিফিকেট প্রদান করা হয়।
ট্রেনিংয়ে অংশ নেন মানবাধিকার কর্মী- নুরুল ইসলাম মাসুদ, মো: জুমেল হোসাইন, মো: সানাউর রহমান চৌধুরী, মো: কাওসার আহমদ, আবুল কালাম আজাদ লস্কর, আব্দুল কুদ্দুস, কাওসার আহমদ রিফাত, শাহরিয়ার হোসেন সাকিব, রোহান তারিক, মো: আব্দুল্লাহ নাঈম, মোশাহিদ আলী, জুনায়েদ আহমদ, মারুফ উদ্দিন, মো: মাসুম আহমদ, আব্দুল্লাহ আল আমীন, তানভীর আহমদ চৌধুরী, বিপ্লব মাহমুদ, মো: হাফিজুর রহমান, আব্দুল বাছির, মো: আবুল হাসনাত খান, আব্দুল মুমিন রাহি, শামীম আহমদ, মো: মুয়াজুল কে মাহাদী, মো: সালাহ উদ্দিন গাজী, কাজী মোহাম্মদ এমদাদ, মো: রেজাউল করিম, সঞ্জয় মল্লিক, মো: আব্দুল কাদির, আলমগীর সামি, আজমীনা আক্তার জুঁই, আব্দুর রহমান, এনামুল হক সাব্বির, শাহিন সরকার, মো: গোলাম জামিয়া, এ জে এম মিসবাহ উদ্দিন, সামি ইসলাম, জামিল আহমদ, নিলুফা পারভীন, সৈয়দা রিপা বেগম, ফেরদৌস আহমদ ও সৈয়দ ফায়েদ আলী প্রমুখ।
সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন