এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
২১শে রমজান, ১৪৪৬ হিজরি

……………………………

সিলেট জেলা মহিলা আওয়ামী লীগের বৃক্ষরোপন কর্মসূচী পালন

Daily Jugabheri
প্রকাশিত ২৪ জুন, সোমবার, ২০২৪ ১৭:০৫:৩৫

যুগভেরী ডেস্ক ::: বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচী পালন করা হয়েছে।
রবিবার (২৩ জুন) দুপুরে সিলেট নগরীর বাগবাড়ি ছোটমনি নিবাস প্রাঙ্গন এলাকায় প্রায় ২ শতাধিক ফলজ ও বনজ বৃক্ষের চারা রোপন করা হয়।
এসময় বক্তারা বলেন, বাঙালি জাতিকে স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ করে, মুক্তিযুদ্ধ করে, বিজয় এনে দেয়া একমাত্র বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো বলিষ্ঠ নেতৃত্বদানকারীর জন্য সম্ভব হয়েছিল। বঙ্গবন্ধু বাঙালি জাতির প্রেরণার উৎস। তাই মুক্তিযুদ্ধের আদর্শে উদ্বুদ্ধ হয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
তারা আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, তথ্যপ্রযুক্তি, নারীর ক্ষমতায়নসহ বিভিন্ন খাতে বিশ্বব্যাপী উন্নয়নের ‘রোল মডেল’ হিসেবে বিবেচিত হচ্ছে।
সিলেট জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট সালমা সুলতানার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হেলেন আহমদ এর পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা মহিলা আওয়ামী লীগের সহ সভাপতি এ জেড রওশন জেবিন রুবা, সিলেট জেলা সমাজসেবা কার্যারয়ের উপ পরিচালক মো. আব্দুর রফিক, সিলেট জেলা মহিলা আওয়ামী লীগের সহ সাধারণ সম্পাদক মাধুরী গুন, সাজেদা পারভীন, সদস্য হামিদা খান, সোনিয়া আক্তার নাফিয়া, ছোটমনি নিবাসের উপতত্ত্ববধায়ক লাকী পুরকায়স্থ, সেফহোম সিলেটের উপতত্ত্ববধায়ক রূপন দেব, মিজানুর রহমান মিজান, অর্পনা বনিক প্রমুখ।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন