এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

১২ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
২৭শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

খালেদা জিয়ার সুস্থতা কামনায় সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের দোয়া ও খাবার বিতরণ

Daily Jugabheri
প্রকাশিত ২৪ জুন, সোমবার, ২০২৪ ১৯:০৪:৩৩
খালেদা জিয়ার সুস্থতা কামনায় সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের দোয়া ও খাবার বিতরণ

 যুগভেরী ডেস্ক ::: এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপার্সন, সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা কামনা করে সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ জুন) বাদ যোহর নগরীর ৩৮নং ওয়ার্ডের টিওরবাড়ী জামে মসজিদে এই মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
মিলাদ ও দোয়া মাহফিলে সাবেক রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা ও বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা, দীর্ঘায়ু এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শারীরিক সুস্থতা, দীর্ঘায়ু এবং আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
মিলাদ মাহফিল শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের ব্যবস্থাপনায় ও যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দল নেতা রফি চৌধুরীর সহযোগিতায় ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্থদের মধ্যে খাবার বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ভিপি মাহবুবুল হক চৌধুরী, সদস্য সচিব আফছর খান, মহানগরের যুগ্ম আহবায়ক রুনু আহমদ, আজিজ খান সজিব, আহবায়ক কমিটির সদস্য সফিক আহমদ, সোলেমান খা, গুলাম মস্তফা, সোবান আজাদ, সালাহ উদ্দিন প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন থানা ও ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন