এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

১০ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
২৫শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

মধ্যনগরে বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে এমপি রনজিত সরকার

Daily Jugabheri
প্রকাশিত ২৩ জুন, রবিবার, ২০২৪ ০০:২৯:২৯
মধ্যনগরে বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে এমপি রনজিত সরকার

যুগভেরী ডেস্ক ::: পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত মধ্যনগর উপজেলার বিভিন্ন গ্রাম ও হাটবাজার পরিদর্শন করেছেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এডভোকেট রনজিত চন্দ্র সরকার।
গত শনিবার (২২ জুন) দিনব্যাপী বাজার সহ বিভিন্ন গ্রাম পরিদর্শন করেন তিনি। পরিদর্শনকালে তিনি বাজারে উপস্থিত স্থানীয় জনতার সঙ্গে বিভিন্ন সমস্যা সমাধান ও উন্নয়ন বিষয়ক কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন মধ্যনগর উপজেলা আওয়ামী লীগ সভাপতি গিয়াস উদ্দিন, সাধারণ সম্পাদক পরিতোষ সরকার, তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আফতাব উদ্দিন, ভাইস চেয়ারম্যান ও তাহিরপুর উপজেলার আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন, এখলাছুর রহমান তারা, চামারদানী ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর খসরু, মধ্যনগর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সঞ্জীব তালুকদার টিটু, বংশীকুন্ডা ইউপি চেয়ারম্যান রাসেল আহমেদ, চেয়ারম্যান প্রভাকর পান্না, তাহিরপুর উপজেলা আওয়ামী সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ইমরান হোসেন বিপক, উপজেলা আওয়ামী লীগের সদস্য আজিজুল হক প্রমুখ। বিজ্ঞপ্তি

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন