এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
২০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
২রা রবিউস সানি, ১৪৪৬ হিজরি

ফেঞ্চুগঞ্জে বন্যাদুর্গতদের মধ্যে স্বেচ্ছাসেবক দলের খাদ্যসামগ্রী বিতরণ

Daily Jugabheri
প্রকাশিত ২৩ জুন, রবিবার, ২০২৪ ১৮:১৫:৪১
ফেঞ্চুগঞ্জে বন্যাদুর্গতদের মধ্যে স্বেচ্ছাসেবক দলের খাদ্যসামগ্রী বিতরণ

যুগভেরী ডেস্ক ::: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান এর নির্দেশে, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের ব্যবস্থাপনায় ও ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে শনিবার বিকেলে মাইজগাঁও ইউনিয়নের পশ্চিম কর্মধা এলাকায় শুকনো খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল ও সদস্য সচিব শাকিল মুর্শেদ এর নেতৃত্বে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্যসামগ্রী বিতরণ কালক্রমে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রদল নেতা, তায়েফ বিএনপির সভাপতি জাকারিয়া আরপিন ফয়সল, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আব্দুল মুনিম, আলী মোঃ নুরুল হুদা দিপু, ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক, ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোয়াজ্জেম হোসেন সাহেদ, উপজেলা বিএনপির সহ সাধারন সম্পাদক ও মাইজগাঁও ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মতিউর রহমান মুকুল, ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাহাঙ্গীর হোসেন, সিনিয়র যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম মিটু মেম্বার, যুগ্ম আহবায়ক আবুল হোসাইন সামি, আজিজুর রহমান, ওলিদ আহমদ সেন্টু, ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জুনেদ আহমদ, মাইজগাঁও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শেখ মামুন আহমদ, সদস্য সচিব কাওসার আহমেদ, ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য দিলু মিয়া, মিটু মিয়া, রিপন আহমদ, ইসতিয়াক রাসেল, এমরান আহমদ, জুবেল আহমদ, রুহিন আহমদ, সঞ্জু, ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য হুসাইন আহমদ, ফরহাদ আহমদ, ফেঞ্চুগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য সাব্বির আহমদ প্রমুখ।
খাদ্যসামগ্রী বিতরণ পুর্ব সভায় প্রধান অতিথির বক্তব্যে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক, সিলেট জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ খান জামাল বলেন বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের নিয়ে তামাশা করছে বিনা ভোটের আওয়ামী সরকার।  মানুষ যখন ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়ে অনাহারে অর্ধাহারে দিনানিপাত করছে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের মন্ত্রী, এমপি ও আমলারা হরিললুটে মেতে উঠেছে। তিনি জনগণের কাছে জানতে চান দুর্গত এলাকায় সরকারি ত্রান দেওয়া হয়েছে কিনা সমস্বরে জনতা বলেন তারা কোনো ত্রান পাননি। বিশেষ অতিথির বক্তব্যে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব, জেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক শাকিল মুর্শেদ বলেন পরিকল্পিত ভাবে সিলেটেকে আক্রান্ত করা হচ্ছে। সিলেট বিদ্বেষী এই ষড়যন্ত্রের বিরুদ্ধে জনমত গঠন করে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন