এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

৩রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
১৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
৩রা রজব, ১৪৪৬ হিজরি

গ্রাসরুটস ও সামাজিক আন্দোলন সিলেট জেলার শুকনো খাবার বিতরণ

Daily Jugabheri
প্রকাশিত ২৩ জুন, রবিবার, ২০২৪ ০০:১৪:১১
গ্রাসরুটস ও সামাজিক আন্দোলন সিলেট জেলার শুকনো খাবার বিতরণ

যুগভেরী ডেস্ক ::: তৃণমূল নারী উদ্যোক্তা (গ্রাসরুটস) ও সম্মিলিত সামাজিক আন্দোলন সিলেট জেলা শাখার যৌথ উদ্যোগে পানিবন্দী মানুষের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়েছে। শনিবার (২২ জুন) বিকেলে নগরীর যতরপুর এলাকার বিভিন্ন পাড়া মহল্লায় পানিবন্দী মানুষের মাঝে শুকনো খাবার বিতরণ করেন নেতৃবৃন্দ।
শুকনো খাবার বিতরণকালে নেতৃবৃন্দ বলেন, আমরা যারা সমাজের বিত্তবান বলে বিবেচিত আমাদের উচিৎ সাধ্যমতো অসহায়দের পাশে দাঁড়ানো। আমরা আমাদের বিবেককে জাগ্রত করলেই জেগে উঠবে এ দেশ। তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি (গ্রাসরুটস) এর নেতৃবৃন্দ পানিবন্দী বানবাসী অসহায়ের পাশে দাঁড়াতে সকলের প্রতি আহ্বান জানান।
শুকনো খাবার বিতরণকালে উপস্থিত ছিলেন, তৃণমূল নারী উদ্যোক্তা (গ্রাসরুটস) এর শাকেরা সুলতানা জান্নাত, রুনা বেগম, পারুল মজুমদার ও সম্মিলিত সামাজিক আন্দোলনের যুগ্ম আহ্বায়ক ফাতেমা সুলতানা সহ অ্যান্যরা নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন