এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
১৫ই রজব, ১৪৪৬ হিজরি

গোয়াইনঘাট ১৩ ইউপিতে বন্যার্ত পরিবারে মাঝে ৫২ মেট্রিকটন চাল বিতরণ

Daily Jugabheri
প্রকাশিত ২৩ জুন, রবিবার, ২০২৪ ২০:৩৬:০৪

নিজস্ব প্রতিবেদক, গোয়াইনঘাট::: সিলেটের গোয়াইনঘাট উপজেলার ১৩ টি ইউনিয়নের অতিরিক্ত বৃষ্টিপাত ও মেঘালয় থেকে নেমে আসা পাহাড়ী ঢলের কারণে সৃষ্ট বন্যা ক্ষতিগ্রস্ত বন্যার্ত পরিবারের মাঝে
৫ হাজার ২০০ পরিবারের মাঝে এক দিনেই ৫২ মেট্রিকটন জি.আর চাল বিতরণ করা হয়েছে।

মাননীয় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা হিসেবে আজ ২৩ জুন ২০২৪ রোজ রবিবার গোয়াইনঘাট উপজেলার ১৩টি ইউনিয়নের মোট ৫২০০টি পরিবারের মাঝে প্রতিটি পরিবারকে ১০কেজি হারে মোট ৫২.০০০মেঃটন চাল বিতরণ করা হয়। উক্ত বিতরণ কার্যক্রম সুষ্ঠভাবে পরিচালনার লক্ষ্যে প্রতিটি ইউনিয়নে একজন ত্রাণ তদারকি কর্মকর্তা (ট্যাগ অফিসার) নিয়োজিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার মো: তৌহিদুল ইসলাম জানান,ট্যাগ অফিসারের সার্বক্ষণিক উপস্থিতিতে এবং প্রতিটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ওয়ার্ড সদস্যগণের মাধ্যমে এই খাদ্য সহায়তা (চাল) বিতরণ করা হয়েছে।

উল্লেখ্য যে, গোয়াইনঘাট উপজেলায়  ২০২৪ সালের মে ও জুন মাসের দুই দফা আকস্মিক বন্যায় মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে  মানবিক সহায়তা হিসেবে  ১৫২.৫০ মেট্রিক টন  খাদ্যশস্য(চাল); নগদ অর্থে ক্রয়কৃত ৬৫০০ প্যাকেট শুকনো খাবার এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ৫৪৫ প্যাকেট শুকনো খাবার, ১০ কেজি ওজনের ১৬০ প্যাকেট গো-খাদ্য এবং শিশু খাদ্য হিসেবে ৫০০ প্যাকেট গুড়ো দুধ বিতরণ করা হয়েছ

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন