এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
৬ই শাবান, ১৪৪৬ হিজরি

……………………………

সিলেট তেররতনে জেলা ওয়াকার্স পার্টির শুকনো খাবার বিতরণ

Daily Jugabheri
প্রকাশিত ২১ জুন, শুক্রবার, ২০২৪ ২১:১৪:১৮

যুগভেরী ডেস্ক ::: বাংলাদেশ ওয়াকার্স পার্টি সিলেট জেলা শাখার উদ্যোগে নগরীর তেররতন এলাকায় পানিবন্দী মানুষের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়েছে। শুক্রবার (২১ জুন) বিকেলে নগরীর পানিবন্দী মানুষের মাঝে শুকনো খাবার বিতরণ করেন নেতৃবৃন্দ।
শুকনো খাবার বিতরণকালে নেতৃবৃন্দরা বলেন, আমরা সর্বদাই অসহায় মানুষ গুলোর জন্য কাজ করি, পানিবন্দী মানুষের দুঃখ দূর্দশার কথা চিন্তা করে সামান্য খাবার উপহার দিচ্ছি। সরকারসহ প্রতিটি সামাজিক সংগঠনকে আহবান জানিয়ে তিনি বলেন মানবিক হৃদয় নিয়ে এসব মানুষের পাশে দাঁড়ানোর এখনি সময়।
শুকনো খাবার বিতরণকালে উপস্থিত ছিলেন, জেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদকমন্ডলীর সদস্য দীনবন্ধু পাল, সম্পাদক মন্ডলীর সদস্য হিমাংশু মিত্র, সদস্য আলী আহসান। এছাড়াও বাংলাদেশ ওয়াকার্স পার্টি সিলেট জেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন