এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

৬ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
৪ঠা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

দুর্যোগেই প্রকৃত বন্ধুর পরিচয় পাওয়া যায়-মোঃ নাসির উদ্দিন খান

Daily Jugabheri
প্রকাশিত ২০ জুন, বৃহস্পতিবার, ২০২৪ ২২:৫৩:২৫
দুর্যোগেই প্রকৃত বন্ধুর পরিচয় পাওয়া যায়-মোঃ নাসির উদ্দিন খান

যুগভেরী ডেস্ক ::: বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের উদ্যোগে পবিত্র ঈদুল আজহায় সিলেটের শতাধিক সুবিধাবঞ্চিত পরিবারের মধ্যে কোরবানির গরুর মাংস বিতরণ +করা হয়েছে। মাংস বিতরণ কার্যক্রম উদ্বোধন করে জেলা পরিষদ সিলেট-এর চেয়ারম্যান ও রেড ক্রিসেন্ট সিলেট ইউনিটের চেয়ারম্যান এডভোকেট মোঃ নাসির উদ্দিন খান বলেন, দুর্যোগেই প্রকৃত বন্ধুর পরিচয় পাওয়া যায়। বিশেষ করে ঈদ এলেই গরীবেরা কোরবানির পশুর মাংসের জন্য অপেক্ষায় থাকেন। যারা কোরবানি দিয়েছেন, তাদের অনেকের বাড়িতে যাবার পর কারো ভাগ্যে মাংস জুটে আবার কারো ভাগ্যে জুটে না। আর এসব মানুষের কথা চিন্তা করে এগিয়ে এসেছে বাংলাদেশ রে„ড ক্রিসেন্ট সোসাইটি।
মঙ্গলবার (১৮ জুন) সকালে ঈদুল আজহায় শতাধিক সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে গরুর মাংস বিতরণ করা হয়। নাসির খান সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্থদের সহায়তায়ও সবাইকে এগিয়ে আসার আহবান জানান। মাংস বিতরণ কার্যক্রমে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট ইউনিটের সেক্রেটারি মোঃ আব্দুর রহমান জামিল, কার্যকরী কমিটির সদস্য সোয়েব আহমদ, শান্ত দেব, পার্থ সারথী প্রমুখ।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন