এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
৫ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

সিলেট টুকেরবাজারে বাস চাপায়-আহত-৪

Daily Jugabheri
প্রকাশিত ১৬ জুন, রবিবার, ২০২৪ ১২:৪৩:০২
সিলেট টুকেরবাজারে বাস চাপায়-আহত-৪

যুগভেরী ডেস্ক ::: জালালাবাদ থানাধীন টুকেরবাজার এলাকায় সিলেট-সুনামগঞ্জ সড়কে একটি বাস একটি সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দিয়েছে। এতে চালকসহ অটোরিকশার ৪ যাত্রী গুরুতর আহত হয়েছেন। এর মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে স্থানীয়রা জানিয়েছেন। আজ রবিবার (১৬ জুন) সকাল সাড়ে ৯টার দিকে টুকেরবাজার এলাকায় ইয়াসিন কমিউিনিটি সেন্টারের সামনে সিলেট-সুনামগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, সুনামগঞ্জ থেকে ছেড়ে আসা সিলেটগামী বেপরোয়া গতির বাস (সুনামগঞ্জ-জ ১১-০০১৪) ওভারটেকিং করতে গিয়ে ছাতকগামী অটোরিকশাকে (সিলেট-থ ১১-৭৬৬২) চাপা দেয়। এতে চালক ও ৪ যাত্রী আহত হন । স্থানীয়রা তাদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-ঠিকানা জানা যায়নি। ঘটনার পর জালালাবাদ থানাপুলিশ ঘটনাস্থলে গিয়ে বাস ও অটোরিকশা জব্দ করে।

 

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন