এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

১২ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
২৭শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

গোয়াইনঘাটে বড় ভাইয়ের আঘাতে ছোট ভাইের মৃত্যু

Daily Jugabheri
প্রকাশিত ১৫ জুন, শনিবার, ২০২৪ ২৩:৩৮:২৪
গোয়াইনঘাটে বড় ভাইয়ের আঘাতে ছোট ভাইের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক,গোয়াইনঘাট :: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় বড় ভাইয়ের রডের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু হয়েছে। এ নিয়ে এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে। গোয়াইনঘাট উপজেলার লেঙ্গুড়া ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ড সদস্য মন্তাজ আলী জানান সালুটিকর – গোয়াইনঘাট সড়ক সংলগ্ন নিয়াগুল গ্রামের হোসেন মিয়ার কিছু জমি ছিল। হোসেন মিয়ার ওই জমির মধ্যে দুই শতক জমি নিয়ে ইব্রাহীম ও রুহুল আমিনের মধ্যে বিরোধ ছিল।

এরই সূত্র ধরে শনিবার (১৫জুন) বিকাল সাড়ে ৪ টায় বিরোধপূর্ণ জমির দুই ভাই তর্কে জড়িয়ে পড়েন। তর্কের এক পর্যায়ে রুহুল আমিনের হাতে থাকা একটি রডের টুকরো দিয়ে ইব্রাহীমের গলায় গাই দেন রুহুল আমিন। এতে ইব্রাহীমের প্রচির রক্তক্ষরণ হয়। এসময় স্থানীয়রা ইব্রাহিমকে উদ্ধার করে চিকিৎসার জন্য গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। এসময় গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। খবর পেয়ে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম পিপিএম তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে একদল পুলিশ প্রেরণ করে পরিস্থিতি স্বাভাবিক করেন।

এ ব্যাপারে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম পিপিএম বলেন নিয়াগুল গ্রামে জমি নিয়ে দুই ভাইয়ের মারামারিতে একজনের মৃত্যু হয়েছে। আমরা ঘটনাস্থলে আছি পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করছে।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন