এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
৬ই শাবান, ১৪৪৬ হিজরি

……………………………

এমসি কলেজে তাহিরপুর ছাত্রকল্যাণ পরিষদের কমিটি গঠন

Daily Jugabheri
প্রকাশিত ১৩ জুন, বৃহস্পতিবার, ২০২৪ ১১:৪২:২৭

যুগভেরী ডেস্ক :: তাহিরপুর ছাত্রকল্যাণ পরিষদের এমসি কলেজ শাখার কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (১১জুন) বিকাল ৫ টায় এমসি কলেজ শহীদ মিনার প্রাঙ্গণে বসে ২০২৪-২৫ সেশনের আগামী ১ বছরের জন্য ১৫ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়।
ছাত্র কল্যাণ পরিষদের কার্যক্রমের গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে আহ্বায়ক সাজিদুর রহমান সাজু, যুগ্ম আহ্বায়ক শওকত হোসেন আখন্জি, সদস্য নাজির হোসেন, সেলিম হক, নুরউদ্দিন, দ্বীন ইসলাম, নিপু মিয়ার উপস্থিতিতে আহ্বাবায়ক কমিটি দ্বারা তাহিরপুর ছাত্রকল্যাণ পরিষদের কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়।
জাকির আহমেদ জাকির সভাপতি ও পারভেজ আহমেদ কে সাধারণ সম্পাদক করে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি লুৎফুর রহমান, সজিব আহমদ, ফিরোজ হাসান মেহেদী, যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম আহমেদ, বখতিয়ার হোসেন, লাকি রাণী দাশ, সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল ফারাবি, সহ-সাংগঠনিক সম্পাদক ওয়ালিউর রহমান আখন্জি, অর্থ সম্পাদক নেছার আহমেদ ফয়ছল, দপ্তর সম্পাদক নাইম হোসেন আখন্জি, প্রচার সম্পাদক ডিএইচ সাজিদ, ছাত্রী বিষয়ক সম্পাদক লিমা দাস।
উল্লেখ, উক্ত কমিটিকে আগামী পনের দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার জন্য আহ্বান করা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন