এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

২৯শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
১৪ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

সাইক্লোনের স্মরণ সভা অনুষ্ঠিত

Daily Jugabheri
প্রকাশিত ১১ জুন, মঙ্গলবার, ২০২৪ ২০:৪১:০২
সাইক্লোনের স্মরণ সভা অনুষ্ঠিত

যুগভেরী ডেস্ক ::  জীবন বড় নাকি ছোট সেটি বড় কথা নয়। জীবনের পূর্ণতা হচ্ছে ভালো কাজের মাধ্যমে বেঁচে থাকার স্বার্থকতা। কম সময়ের একটি জীবনে কবি নাজমুল ইসলাম মকবুল অনেক ভালো কাজ সম্পাদন করেছেন। তিনি একজন ভালো সংগঠক ছিলেন। তার লেখা আনন্দ দিতো। বিশেষ করে সিলেটের আঞ্চলিক ভাষায় লেখা ‘আমরার ঘরের তাইন’ ইত্যাদি সৃষ্টিকর্মের মাধ্যমে তিনি বেঁেচ থাকবেন। আমাদের প্রত্যেক লেখককে পরিশ্রমী ও নিজেদের লেখার প্রতি যত্নশীল হতে হবে।

সাইক্লোন কেন্দ্রীয় সংসদের উদ্যোগে সাইক্লোনের ২৮৫তম সাহিত্য আসরে কবি সংগঠক গীতিকার নাজমুল ইসলাম মকবুল’র স্মরণসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে বিশিষ্ট সাংবাদিক দৈনিক সিলেট সংলাপ-এর সম্পাদক মুহাম্মদ ফয়জুর রহমান একথা বলেন।
গত সোমবার (১০জুন) সন্ধ্যায় নগরীর দরগা গেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাহিত্য আসর হলে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক কবি মোঃ আমিনুল ইসলাম।

সাইক্লোনের সাহিত্য সম্পাদক তাসলিমা খানম বীথির পরিচালনায় সভায় নির্ধারিত আলোচক হিসেবে বক্তব্য রাখেন সিলেট প্রেসক্লাবের সাবেক সহসভাপতি আব্দুল কাদের তাপাদার, সাহিত্যসমালোচক কবি বাছিত ইবনে হাবীব, দৈনিক শুভ প্রতিদিন-এর বার্তা সম্পাদক কবি সালমান ফরিদ। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সাইক্লোনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রভাষক ইসরাক জাহান জেলী। অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন প্রফেসর ডা. আব্দুল মজিদ, গল্পকার সেলিম আউয়াল, কবি বাচিকশিল্পী সালেহ আহমদ খসরু, ভ্রমণকাহিনী লেখক মোয়াজ আফসার, কবি আব্দুল মুকিত অপি এডভোকেট, কবি ইছমত হানিফা চৌধুরী প্রমুখ।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন