এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
২১শে রমজান, ১৪৪৬ হিজরি

……………………………

বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

Daily Jugabheri
প্রকাশিত ১১ জুন, মঙ্গলবার, ২০২৪ ২০:৪৭:২০

যুগভেরী ডেস্ক :: ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৩-২৪ এর আওতায় সিলেট জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় সিলেট জেলার সিলেট বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় মাঠে ‘বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা-২০২৪’ এর অনুষ্ঠান মঙ্গলবার (১১ জুন) সিলেট নগরীর শেখঘাটস্থ ‘সিলেট বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

প্রধান শিক্ষক সুরাইয়া ইয়াসমীন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুইড বাংলাদেশ সিলেট শাখার সাধারণ সম্পাদক আলী আশরাফ চৌধুরী খালেদ, ইউনিসেফের সিপিসিএম পলাশী মজুমদার, সিপিসিএম শফিকুল ইসলাম, প্রতিযোগিতার তত্বাবধানে ছিলেন সিলেট জেলা ক্রীড়া অফিসার মো: নূর হোসেন।

প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টের বিজয়ী ও অংশগ্রহণকারী সকলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। প্রতিযোগিতায় শিশুরা আনন্দ মুখর পরিবেশে অংশগ্রহণ করে এবং অনুষ্ঠানটি উপভোগ করে।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন