এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

২৯শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
১৪ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

মেজরটিলায় টিলা ধসে হতাহতের ঘটনায় প্রতিমন্ত্রী শফিক চৌধুরীর শোক

Daily Jugabheri
প্রকাশিত ১০ জুন, সোমবার, ২০২৪ ১৭:৪০:৩৩
মেজরটিলায় টিলা ধসে হতাহতের ঘটনায় প্রতিমন্ত্রী শফিক চৌধুরীর শোক

 

যুগভেরী ডেস্ক :::   সিলেট নগরীর চামেলীবাগ এলাকায় টিলা ধসে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী,এমপি।  সোমবার (১০ জুন) এক শোকবার্তায় প্রতিমন্ত্রী এ ঘটনায় গভীর শোক ও দুঃখপ্রকাশ করে নিহতদের আত্মার মাগফিরাত কামনা এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। নিহতের পরিবারে প্রশাসনিক সহযোগিতা দেওয়া হবে। এছাড়াও আহতদের সুচিকিৎসা দিতে প্রশাসন ও হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ হতে সবধরণের সহযোগিতা দেওয়া হবে বলে জানান তিনি।

উল্লেখ্য, সোমবার ভোরে টানা বর্ষণে পাহাড় ধসে মাটিচাপা পড়েন একই পরিবারের মোট নয় জন। এসময় ছয় জন বেরিয়ে আসতে পারলেও শিশুসহ তিনজন মাটিচাপায় প্রাণ হারান। তাদের মধ্যে আহত তিনজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন