যুগভেরী ডেস্ক ::: ট্রাফিক আইন মানবো, নিরাপদ সিলেট গড়বো’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটে ‘নো হেলমেট নো ফুয়েল’ এর প্রচারনা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। আজ রবিবার বেলা ১১টায় ট্রাফিক বিভাগ, সিলেট মেট্রোপলিটন পুলিশের আয়োজনে নগরীর চৌহাট্টা এলাকায় এই অভিযানের উদ্বোধন করেন পুলিশ কমিশনার মোঃ জাকির হোসেন খান, পিপিএম।
এ সময় হেলমেট বিহীন মোটরসাইকেল চালকদের জরিমানা করা হয়। এ ছাড়াও মোটরসাইকেল আরোহীদের মাঝে সচেতনতামূলক লিফলেট ও মোটরসাইকেলে স্টিকার সাঁটানো হয়। পাম্প কর্তৃপক্ষকে হেলমেট ছাড়া চালকদের জ্বালানি না দিতে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান পুলিশ কমিশনার মোঃ জাকির হোসেন খান, পিপিএম। তিনি আরোও বলেন, সড়কে মোটরসাইকেল দুর্ঘটনা প্রতিরোধে ‘নো হেলমেট, নো ফুয়েল’ কার্যক্রম বাস্তবায়ন শুরু করেছে সিলেট ট্রাফিক পুলিশ। পাশাপাশি মোটরসাইকেলে চালকসহ দুজনের বেশি বহন করা যাবে না। এ অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।
কার্যক্রম শুরুর পর হেলমেটবিহীন মোটরসাইকেল চালকদের জরিমানা করা হয় ও সচেতনতামূলক লিফলেট বিতরণ এবং মোটরসাইকেলের সামনে স্টিকার লাগিয়ে দেওয়া হয়।
সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন