দৈনিক যুগভেরী ::: স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক এই স্লোগানকে সামনে রেখে দেশব্যাপী ভূমিসেবা সপ্তাহ ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। এরই ধারাবাহিকতায় সিলেটের গোয়াইনঘাট উপজেলা ভূমি অফিসের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে শনিবার ( ৮ জুন) সকাল ১১ টায় সপ্তাহ ব্যাপী ভূমি সেবা সপ্তাহের শুভ উদ্বোধন করা হয়েছে। গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার মোঃ তৌহিদুল ইসলামের নেতৃত্বে গোয়াইনঘাট উপজেলা ভূমি অফিস থেকে এক বর্ণাঢ্য রেলি বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে র্যালীটি উপজেলা হলরুমে আলোচনা সভায় মিলিত হয়। গোয়াইনঘাট উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ সাইদুল ইসলামের সভাপতিত্বে ও সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার মোঃ তৌহিদুল ইসলাম বলেন, বাংলাদেশের খুব কম মানুষই আছেন যারা ভূমি-সংক্রান্ত জটিলতায় পড়েন নি। অজ্ঞতার কারণে কারও জমি হয়তো ভুল রেকর্ড হয়ে গেছে। আবার কেউ ওয়ারিশদের সম্পত্তি যাচাই না করেই জমিটি ক্রয় করে মামলার সম্মুখীন হয়েছেন। কেউ আবার জমি কিনতে গিয়ে মামলাই কিনে ফেলেছেন। জমির পূর্ব ধারাবাহিকতা যাচাই না করে কেবল সর্বশেষ দাখিলা দেখে জমি ক্রয় করে অনেকের প্রতারিত হওয়ার খবরও শোনা যায়। সর্বোপরি, অনলাইনে নামজারি করা, ভূমি উন্নয়ন কর পরিশোধের মাধ্যমে ডিজিটাল দাখিলা প্রাপ্তি, ভূমিসেবা কল সেন্টার ১৬১২২ নম্বরে ফোন করে ডাক বিভাগের মাধ্যমে ঘরে বসেই পর্চা গ্রহণ ইত্যাদি জনপ্রিয় সেবা হলেও অনেকের কাছে এখনও বিষয়গুলো অজানা এই প্রেক্ষাপটে ‘ বাংলাদেশের সাধারণ নাগরিকগণের ভূমি বিষয়ক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সরকার প্রতিবছর সপ্তাহ ব্যাপী ভূমি সেবা সপ্তাহ উদযাপন করা হয়। স্মার্ট ভূমিসেবাসহ ভূমি মন্ত্রণালয়ের নানামুখী কর্মকাণ্ড সম্পর্কে দেশের সকল নাগরিক অবহিত হয়ে উন্নত ভূমিসেবা গ্রহণে আগ্রহী হোক এটাই প্রত্যাশা। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোয়াইনঘাট সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানী সুমন, গোয়াইনঘাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক,গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি এম এ মতিন,
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গোয়াইনঘাট সদর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা শফিকুর রহমান, মানিকগঞ্জ ভূমি সহকারী কর্মকর্তা মোঃ মতিউর রহমান, তোয়াকুল ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা রুহুল আমিন, লাফনাউট ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা হোসনেরা বেগম,সালুটিকর ভুমি উপসহকারী কর্মকর্তা উপান্দ বর্মন, সেবা গ্রহনকারীদের মধ্যে শাহজাহান আহমদ,
ইমরান আহমদ বালিকা উচ্চবিদ্যাল ও কলেজের শিক্ষার্থী সুচীতা দেব কৌশী, গোয়াইনঘাট সরকারি মডেল উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী রিমন আহমদ প্রমুখ।
সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন