এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

১০ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
২৬শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
৭ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

সিলেটে সপ্তাহব্যাপী ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন

Daily Jugabheri
প্রকাশিত ০৮ জুন, শনিবার, ২০২৪ ১৩:৫১:৫৫
সিলেটে সপ্তাহব্যাপী ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন

দৈনিক যুগভেরী:: স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক এই স্লোগানকে সামনে রেখে দেশব্যাপী ভূমিসেবা সপ্তাহ ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। এরই ধারাবাহিকতায় সিলেটের
বিভাগীয় প্রশাসন ও জেলা প্রশাসন, সিলেট এর বর্ণাঢ্য আয়োজনে শনিবার ( ৮ জুন) সকাল ১০ টায় সপ্তাহ ব্যাপী ভূমি সেবা সপ্তাহের শুভ উদ্বোধন করা হয়েছে।

সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসান সভাপতিত্বে, উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সিলেট বিভাগীয় কমিশনার
আবু আহমদ ছিদ্দীকী।

এসময় সিলেট বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী বলেন, বাংলাদেশের খুব কম মানুষই আছেন যারা ভূমি-সংক্রান্ত জটিলতায় পড়েন নি। অজ্ঞতার কারণে কারও জমি হয়তো ভুল রেকর্ড হয়ে গেছে। আবার কেউ ওয়ারিশদের সম্মতি যাচাই না করেই জমিটি ক্রয় করে মামলার সম্মুখীন হয়েছেন। কেউ আবার জমি কিনতে গিয়ে মামলাই কিনে ফেলেছেন। জমির পূর্ব ধারাবাহিকতা যাচাই না করে কেবল সর্বশেষ দাখিলা দেখে জমি ক্রয় করে অনেকের প্রতারিত হওয়ার খবরও শোনা যায়।

সর্বোপরি, অনলাইনে নামজারি করা, ভূমি উন্নয়ন কর পরিশোধের মাধ্যমে ডিজিটাল দাখিলা প্রাপ্তি, ভূমিসেবা কল সেন্টার ১৬১২২ নম্বরে ফোন করে ডাক বিভাগের মাধ্যমে ঘরে বসেই পর্চা গ্রহণ ইত্যাদি জনপ্রিয় সেবা হলেও অনেকের কাছে এখনও বিষয়গুলো অজানা এই প্রেক্ষাপটে ‘ বাংলাদেশের সাধারণ নাগরিকগণের ভূমি বিষয়ক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সরকার প্রতিবছর সপ্তাহ ব্যাপী ভূমি সেবা সপ্তাহ উদযাপন করা হয়। স্মার্ট ভূমিসেবাসহ ভূমি মন্ত্রণালয়ের নানামুখী কর্মকাণ্ড সম্পর্কে দেশের সকল নাগরিক অবহিত হয়ে উন্নত ভূমিসেবা গ্রহণে আগ্রহী হোক এটাই প্রত্যাশা।’

 

 

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন