এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

১০ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
২৭শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
১২ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

……………………………

বিএনপি নেতা তামিম ইয়াহয়াকে কারাগারে প্রেরণ

Daily Jugabheri
প্রকাশিত ৩১ মে, শুক্রবার, ২০২৪ ০১:৩৭:৫৩

নাশকতা মামলায় সিলেট জেলা বিএনপির সহ শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক তামিম ইয়াহয়াকে কারাগারে পাঠিয়েছেন সিলেট জেলা ও দায়রা জজ আদালত।  বৃহস্পতিবার (৩০ মে) দুপুরে বিশেষ ক্ষমতা আইনের ওই মামলায় আদালতে উপস্থিত হয়ে জামিনের আবেদন করলে বিচারক এ.কিউ.এম নাসির উদ্দিন তার আবেদন নামঞ্জুর করেন।  এরআগে ২২ এপ্রিল উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের জন্য জামিন পান তামিম। গতকাল জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে ফের জামিন চাইলে আদালত তা নামঞ্জুর করে কারাগারে প্রেরণের আদেশ দেন।  বিষয়টি নিশ্চিত করে তামিমের আইনজীবী মোছা. শাহানারা বেগম জানান, বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গত বছরের ২৯ অক্টোবর গোলাপগঞ্জের হেতিমগঞ্জ বাজারে তামিমের নেতৃত্বে হরতাল পালন করে স্থানীয় বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠন। এ ঘটনায় পরদিন ৩০ অক্টোবর গোলাপগঞ্জ মডেল থানায় নাশকতা মামলা (১৯/২৩) দায়ের করে পুলিশ। ওই মামলায় তামিম ইয়াহয়াকে প্রধান আসামি করা হলে তিনি চলতি বছরের ২২ এপ্রিল উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের জন্য জামিন গ্রহণ করেন। প্রেস-বিজ্ঞপ্তি।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন