এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

গোয়াইনঘাটে অগ্নিকাণ্ডে ৪টি ঘর ভষ্মিভূত

Daily Jugabheri
প্রকাশিত ২৬ মে, রবিবার, ২০২৪ ০১:০৭:২৮
গোয়াইনঘাটে অগ্নিকাণ্ডে ৪টি ঘর ভষ্মিভূত

গোয়াইনঘাট প্রতিনিধি : সিলেটেরগোয়াইনঘাট উপজেলার পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের লামা সাতাইন গ্রামের আলকাছ মিয়ার বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪টি ঘর পুড়ে ছাই। ২৫ মে ২০২৪, রাত আনুমানিক ১০:০০ ঘটিকায় পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের লামা সাতমাইল গ্রামে অগ্নিকাণ্ডে মোট চারটি ঘর ভষ্মিভূত হয়েছে। ঘটনার পরপরই নিকটস্থ ফায়ার সার্ভিস স্টেশন ( জৈন্তাপুর) থেকে একটি টিম এসে অগ্নিকাণ্ড নির্বাপন করেন। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন। তাৎক্ষণিক অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার মো: তৌহিদুল ইসলাম ও গোয়াইনঘাট থানার ওসি তদন্ত জনাব মেহেদী হাসান অগ্নিকান্ডের ঘটনাস্থল পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন। আগুনের ধোঁয়ায় ক্ষতিগ্রস্ত পরিবারের আহত মনতাজ উদ্দিন (বয়স ৪৫) ঘটনাস্থলে জ্ঞান হারালে দ্রুত তাকে চিকিৎসার জন্য গোয়াইনঘাটে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। বর্তমানে তিনি গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। উপজেলা নির্বাহী অফিসার মো: তৌহিদুল ইসলাম বলেন বর্তমানে ফায়ার সার্ভিস ও পুলিশের টিম ক্ষয়ক্ষতি নিরূপণ করছেন। অগ্নিকান্ডের বিষয়টি তদন্তে একটি টিম গঠন করা হয়েছে। প্রাথমিকভাবে ঘটনাস্থল পরিদর্শনে জানা যায়, ধারণা করা যাচ্ছে বৈদ্যুতিক লাইন থেকে আগুনের সূত্রপাত হতে পারে। অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতির ভিত্তিতে ক্ষতিগ্রস্ত চারটি পরিবারগুলোকে প্রয়োজনীয় সরকারি আর্থিক সহায়তা প্রদান করা হবে।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন