এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

……………………………

গোলাপগঞ্জে প্রবাসীদের বাসায় ডাকাতি

Daily Jugabheri
প্রকাশিত ১৫ মে, বুধবার, ২০২৪

নিজস্ব সংবাদদাতা, গোলাপগঞ্জ
সিলেটের গোলাপগঞ্জে প্রবাসীদের বাসায় ডাকাতির ঘটনা ঘটেছে। বাসায় থাকা তাদের অসুস্থ ভাই ও তাঁর পরিবারের সদস্যদের বেঁধে স্বর্ণালংকার, মোবাইল ফোনসহ বিভিন্ন আসবাবপত্র নিয়ে যায় ডাকাতরা। মঙ্গলবার ভোররাত সাড়ে ৩টার দিকে গোলাপগঞ্জের বাঘা ইউনিয়নের বটরতল বাজারস্থ ক্লাসিক্যাল কমিউনিটি সেন্টারের দুতলায় অবস্থিত বাসায় এ ডাকাতির ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্র জানায়, ভোররাত সাড়ে ৩টার দিকে ৮-১০ জন ডাকাত বাসার কলাপসিবল গেট ভেঙে ঢুকে ঘরে থাকা প্রবাসীদের ভাই আলাউদ্দিন ও তাঁর পরিবারের সদস্যদের বেঁধে স্বর্ণালংকার, মোবাইল ফোনসহ বিভিন্ন আসবাবপত্র লুট করে নিয়ে যায়।
আলাউদ্দিনের চাচাতো ভাই মো. জহুরুল ইসলাম মকর বলেন- ‘আমার চাচাতো ভাই আলাউদ্দিন বিভিন্ন রোগে বেশ অনেকটা অসুস্থ। তিনি দেশে থাকেন ও তাঁর দুই ভাই প্রবাসে থাকেন। ৮-১০ জনের ডাকাত দল তাদের বাসায় হানা দিয়েছিলো। তাদের হাতে ধারালো অস্ত্র ছিলো। সবাইকে বেঁধে ডাকাতরা স্বর্ণালংকারসহ বিভিন্ন জিনিসপত্র নিয়ে গেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’
গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুদুল আমিন বলেন- খবর পেয়েই আমাদের পুলিশ টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। মামলা দায়ের হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন