নিজস্ব সংবাদাতা, ওসমানীনগর ::
সিলেট শিক্ষা বোর্ডের অধিনে-২০২৪ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় সিলেটের ওসমানীনগরে কারিগরি, মাদ্রাসা ও মাধ্যমিক বিদ্যালয় মিলিয়ে জিপিএ-৫ পেয়েছেন ৬২ জন পরীক্ষার্থী। এ বছর উপজেলার ২১টি মাধ্যমিক বিদ্যালয়, ১১টি মাদ্রাসা ও একটি কারিগরি শাখা(ভোকেশনাল) শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২ হাজার ৮শ ১২ জন শিক্ষার্থী এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরিক্ষায় অংশগ্রহন করেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস থেকে জানা গেছে, উপজেলার ২১ টি বিদ্যালয় থেকে ২০২৪ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেয়-২ হাজার ৫২ জন শিক্ষার্থীর। তার মধ্যে ১৪ শ ১১ জন কৃতকার্য হয়েছেন। পাসের হার ৬৮ দশমিক ৭৬ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৫১ জন। কারিগরি শাখায় (ভোকেশনাল) গোয়ালাবাজার আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে ৪৬জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাশ করেন ৪৩জন। পাসের হার ৯৩ দশমিক ৪৮ শতাংশ। জিপিএ-৫পেয়েছেন ৬জন। ১১টি মাদ্রাসার ৭১৪ জন শিক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশ নেয়। কৃতকার্য হয়েছেন ৩শ ৯২ জন শিক্ষার্থী। পাশের হার ৫৪ দশমিক ৯০ শতাংশ। ১১টি মাদ্রাসার মধ্যে মাত্র ২টি মাদ্রাসায় জিপিএ -৫ অর্জন করছে। হযরত শাহজালাল (রঃ) ফাজিল মাদ্রাসা ৪টি ও কুরুয়া ইসলামীয়া দাখিল মাদ্রসায় ১টি জিপিএ-৫ অর্জন করে।
এসএসসি পরিক্ষার ফলাফলের বিষয়টি নিশ্চিত করেছেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সত্য ব্রত রায়।
সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন