প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১২, ২০২৪, ৩:১১ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১০, ২০২৪, ১০:৩২ অপরাহ্ণ
গোয়াইনঘাটের পিয়াইন নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে অর্থদন্ড
নিজস্ব প্রতিনিধি গোয়াইনঘাট :
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ১নং রুস্তমপুর ইউনিয়ন এবং নবসৃষ্ট ১৩নং বিছানাকান্দি ইউনিয়নের সীমানা এলাকার হাদারপার পাড় গ্রামে পিয়াইন নদীতে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে খবর পেয়ে তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করেন। গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: তৌহিদুল ইসলাম'র নেতৃত্ব গত কাল বিকাল ৫:০০ টার সময় হাদারপার এলাকায় গোয়াইনঘাট থানা পুলিশের টিম, তহশিলদার ও স্থানীয় ইউপি সদস্য সহ অভিযান পরিচালনা করেন।
এসময় চারটি ট্রলার সহ বালু জব্দ করা হয় এবং বালু উত্তোলনের সাথে জড়িত ২৬ (ছাব্বিশ) জন শ্রমিককে ট্রলার সহ আটক করা হয়৷ আটককৃত শ্রমিকরা জানান, চারটি ট্রলারে ম্যানুয়াল পদ্ধতিতে বালতি দিয়ে বালু উত্তোলন করেন তারা। গোয়াইনঘাট উপজেলার রুস্তমপুর ইউনিয়ন ও নবসৃষ্ট বিছানাকান্দি ইউনিয়নের সীমানাস্থলে পিয়াইন নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনে নিয়োজিত ২৬ জন শ্রমিকএবং শ্রমিকদের নিয়োগকারী ব্যক্তি বেন ইয়ামিন (বয়স:৩৯) উভয়পক্ষকে ইউপি মেম্বার এবং স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে পর্যাপ্তভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: তৌহিদুল ইসলাম। তারা পিয়াইন নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিষয়ে অপরাধ স্বীকার করেন। আটক শ্রমিকদের দোষ স্বীকারোক্তি, সাক্ষ্য-প্রমাণ এবং অপরাধীদের অপরাধ মাত্রা ও সামর্থ্য বিবেচনায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন,২০১০ এর ৪ ও ৫ ধারায় লঙ্ঘন করায় উক্ত আইনের ১৫ ধারা মোতাবেক ৫০,০০০/- (পঞ্চাশ হাজার টাকা) অর্থদন্ড শাস্তি প্রদান করা হয়েছে।
নদী থেকে অবৈধভাবে উত্তোলিত ২,২০০ (বাইশত) ঘনফুট বালু জব্দ করা হয়েছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি : নূরুর রশীদ চৌধুরী, সম্পাদক : ফাহমীদা রশীদ চৌধুরী, সহকারী সম্পাদক : ফাহমীনা নাহাস
ভারপ্রাপ্ত সম্পাদক : অপূর্ব শর্মা
সম্পাদকীয় যােগাযোগ- রশীদিস্তান, আম্বরখানা, সিলেট বার্তা ও বাণিজ্যিক যোগাযােগ ওয়েস্টওয়ার্ল্ড শপিং সিটি, ৬ষ্ঠ তলা, জিন্দাবাজার, সিলেট Email-jugabheri@gmail.com