নিজস্ব প্রতিবেদক :
জালভোট দিতে গিয়ে ম্যাজিস্ট্রেটের হাতে আটক হওয়া তরুণকে ছাড়িয়ে নিতে ব্যর্থ হয়ে সাংবাদিক রেজা রুবেলের উপর হামলা করেছেন চেয়ারম্যান প্রার্থীর কর্মী-সর্থকরা। বুধবার (৮ মে) সিলেট সদর উপজেলার ঘোপাল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ঘটনা ঘটেছে। হামলাকারীরা সিলেট সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সুজাত আলী রফিকের কর্মী-সমর্থক বলে জানিয়েছে ঘটনাস্থলে উপস্থিত থাকা সাংবাদিকরা। জানা গেছে, বুধবার দুপুর আড়াইটার দিকে ঘোপাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জালভোট দিতে গিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের হাতে আটক হন তানজীদ আহমদ নামে এক তরুণ। সে কান্দিগাঁও গ্রামের জসিম উদ্দিনের ছেলে ও স্কলার্স হোমের একাদশ শ্রেণির শিক্ষার্থী। এসময় ভোটকেন্দ্রে উপস্থিত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাকে আটক করে প্রিজাইডিং অফিসারের কক্ষে রাখেন। তাকে ছাড়িয়ে নিতে ভোট কেন্দ্রে প্রবেশ করেন চেয়ারম্যান প্রার্থী সিলেট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুজাত আলী রফিকের সমর্থক স্থানীয় ইউপি সদস্যসহ বেশ কয়েকজন। পরে ম্যাজিস্ট্রেটের নিকট থেকে জালভোট প্রদানকারীকে ছাড়িয়ে নিতে ব্যর্থ হয়ে যাওয়ার সময় ছবি তোলায় কেন্দ্রের সামনে থাকা সাংবাদিক রেজা রুবেলের উপর হামলা করেন তারা। এতে অজ্ঞান হয়ে পড়েন সাংবাদিক রেজা রুবেল। এসময় উপস্থিত বিজিবি সদস্য ও সাংবাদিকরা তাকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন। এ বিষয়ে ঘোপাল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইটিং অফিসার আবুল কালাম আজাদ বলেন, কেন্দ্রে ভেতরে জালভোট দিতে আসলে এক যুবককে আটক করেন দায়িত্বরত ম্যাজিস্ট্রেট। তাকে পুলিশের হেফাজতে রাখা হয়েছে। কেন্দ্রে সাংবাদিকের ওপর হামলার ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, কেন্দ্রের বাইরে কারা হামলা করেছে সেটা আমার জানা নেই। কেন্দ্রের ভেতরে কোনো ঘটনা ঘটলে সেটার দায় আমি নেবো।
সম্পাদক মণ্ডলীর সভাপতি : নূরুর রশীদ চৌধুরী, সম্পাদক : ফাহমীদা রশীদ চৌধুরী, সহকারী সম্পাদক : ফাহমীনা নাহাস
ভারপ্রাপ্ত সম্পাদক : অপূর্ব শর্মা