এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

১০ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
২৭শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
১২ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

……………………………

সুনামগঞ্জে পরকীয়ার জেরে বেড়াতে নিয়ে ছুরিকাঘাতে স্ত্রীকে খুন : স্বামী রহমত আলী আটক

Daily Jugabheri
প্রকাশিত ০৩ মে, শুক্রবার, ২০২৪ ০২:১৪:৫৭

নিজস্ব সংবাদদাতা, সুনামগঞ্জ :::: সুনামগঞ্জে পরকীয়ার জেরে স্বামীর হাতে খুন হয়েছেন সোমা আক্তার নামের এক নারী।  এমন অভিযোগে ওই নারীর স্বামী রহমত আলীকে আটক করা হয়েছে। সে সদর উপজেলার বেরীগাঁও গ্রামের আব্দুল মনাফের ছেলে।  পৌর শহরের নবীনগর এলাকায় এই ঘটনা ঘটেছে।   বৃহস্পতিবার সুনামগঞ্জ সদর থানা পুলিশ তাকে আটক করে।  এদিন দুপুরে সংবাদ সম্মেলন করে হত্যাকান্ডে স্বামীর জড়িত থাকার বিষয়টি নিশ্চিত করে পুলিশ।  পুলিশ জানায়, ১ বছর আগে নিহত সোমা আক্তারের সাথে আসামি রহমত আলীর প্রেমের সম্পর্কে বিয়ে হয়। এটি আসামির দ্বিতীয় বিবাহ। বিবাহের ৩-৪ মাস পর থেকেই তাদের পারিবারিক কলহ শুরু হয়। পাশাপাশি সুমা আক্তার পরকীয়ায় জড়ায়। এঘটনা জানতে পেরে গত সোমবার রাত সাড়ে ১১টার দিকে স্ত্রীকে আসামি রহমত বেড়ানোর কথা বলে হালুয়ারঘাট নদীর পাড়ে নিয়ে লোহার রড ও ধারালো ছুরি দিয়ে তাকে হত্যার করে। খবর পেয়ে বৃহস্পতিবার ভোর রাতে পুলিশ তাকে আটক করে।  সংবাদ সম্মেলনে সুনামগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার রাজন চন্দ জানান, রাতভর অভিযান করে আসামিকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে নিজের স্ত্রীকে হত্যার বিষয়টি সে স্বীকার করেছে। তাকে আদালত পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়ের হয়েছে।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন