সিলেটে মমতা ফাউন্ডেশন বাংলাদেশ এর উদ্যোগে বিনামূল্যে ৫০০ ফলদ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে। সিলেট নগরীর ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সাইদ মোহাম্মদ আব্দুল্লাহর হাতে বৃক্ষরোপনের জন্য এ চারাগুলো হস্তান্তর করেন ফাউন্ডেশনের নেতৃবৃন্দ। বিকেলে ৭ নম্বও ওয়ার্ড কাউন্সিলরের অফিসে চারা হস্তান্তরকালে বক্তারা বলেন, বৃক্ষ আমাদের অক্সিজেনের ফ্যাক্টরি। অবাধে বৃক্ষনিধনের কারণে তাপদাহ বাড়ছে। ফলে ঋতু পরিবর্তনেও প্রভাব পড়ছে। তাই আমাদের বেশি বেশি গাছ লাগাতে হবে। মমতা ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রদান করা ৫০০ গাছের চারা গ্রহণ করেন সাইদ মোহাম্মদ আব্দুল্লাহ । তিনি বলেন, মমতা ফাউন্ডেশন এর মত সকলের এগিয়ে আসা উচিত ও মেয়র মহোদয়ের গ্রিণ সিলেট কর্মসূচির জন্য সকলে একসাথে কাজ করবো। মমতা ফাউন্ডেশনের চারা হস্তান্তর অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মমতা ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক এডভোকেট প্রিন্স আলম হাওলাদার, ইঞ্জিনিয়ার পনির আলম হাওলাদার, এডভোকেট জহির আলম হাওলাদার, ইঞ্জিনিয়ার জীবন আলম হাওলাদারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা। প্রেস বিজ্ঞপ্তি
সম্পাদক মণ্ডলীর সভাপতি : নূরুর রশীদ চৌধুরী, সম্পাদক : ফাহমীদা রশীদ চৌধুরী, সহকারী সম্পাদক : ফাহমীনা নাহাস
ভারপ্রাপ্ত সম্পাদক : অপূর্ব শর্মা