সুনামগঞ্জ-১ আসনের এমপি ও সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট রনজিত সরকারের প্রস্তাবে সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল নিয়োগ, নিরাপত্তা সীমানা প্রাচীর নির্মাণ ও পানির ব্যবস্থাকরন করা হচ্ছে স্বাস্থ্য মন্ত্রনালয় থেকে। মঙ্গলবার (৩০ এপ্রিল) এই প্রস্তাব লিখত আকারে প্রকাশ পায়। উল্লেখ্য, সুনামগঞ্জ-১ (তাহিরপুর, মধ্যনগর, জামালগঞ্জ ও ধর্মপাশা) আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর থেকেই এলাকার বিভিন্ন উন্নয়নে কাজ করছেন। নির্বাচনী এলাকা ঘুরে ঘুরে সমস্যা চিহ্নত করে সমাধানের ব্যবস্থা নিচ্ছেন। মহান জাতীয় সংসদে বক্তব্যকালে নির্বাচনী এলাকার উন্নয়নের জন্য বিভিন্ন প্রস্তাব রাখছেন। তারেই পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য মন্ত্রনালয়ের মাধ্যমে তাহিরপুর স্বাস্থ্য কমপ্লেক্স পাচ্ছে জনবল। বিজ্ঞপ্তি
সম্পাদক মণ্ডলীর সভাপতি : নূরুর রশীদ চৌধুরী, সম্পাদক : ফাহমীদা রশীদ চৌধুরী, সহকারী সম্পাদক : ফাহমীনা নাহাস
ভারপ্রাপ্ত সম্পাদক : অপূর্ব শর্মা