এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

দক্ষিণ সুরমায় নির্বাচন থেকে সরে দাঁড়ালেন চেয়ারম্যান প্রার্থী সাইস্তা

Daily Jugabheri
প্রকাশিত ৩০ এপ্রিল, মঙ্গলবার, ২০২৪ ১৭:৩৩:৩১
দক্ষিণ সুরমায় নির্বাচন থেকে সরে দাঁড়ালেন চেয়ারম্যান প্রার্থী সাইস্তা

আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দক্ষিণ সুরমা উপজেলার চেয়ারম্যান প্রার্থী মোগলাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম সাইস্তা নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুর ১টায় স্থানীয় খালোরমুখ বাজারস্থ তাঁর প্রধান নির্বাচনী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে ফখরুল ইসলাম সাইস্তা বলেন, ‘ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে থেকে উপজেলা নির্বাচনে অংশ নেয়ায় নির্বাচন কমিশন আমার প্রার্থীতা বাতিল করেছিলো। পরে উচ্চ আদালতের আদেশে প্রার্থীতা ফিরে পেলে নির্বাচন কমিশন আমাকে প্রতিক বরাদ্দ দেন এবং আমার প্রচার-প্রচারণা চালিয়ে যাই। পরবর্তীতে নির্বাচন কমিশন থেকে উচ্চ আদালতের আদেশের আদেশের বিরুদ্ধে আপিল করলে সোমবার (২৯ এপ্রিল) নির্বাচন কমিশনের আপিল গ্রহণ করে আমার প্রার্থীতা স্থগিত করেছেন। এর প্রেক্ষিতে নির্বাচন কমিশন থেকে আমার প্রতিক স্থগিত করা হয়েছে’। তিনি বলেন, ‘আমি সব সময় দেশের আইন এবং আদালতের প্রতি শ্রদ্ধাশীল। আদালতের আদেশের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি নির্বাচন থেকে সরে যাচ্ছি। আমার কর্মী সমর্থকদের নিয়ে সন্ধ্যায় মোগলাবাজারে কর্মীসভার আয়োজন করেছি। সেখানে আমাকে যাঁরা প্রার্থী করেছিলেন, সেইসব ভোটাররা পরবর্তী সিদ্ধান্ত নেবেন’। উচ্চ আদালতের সিদ্ধান্তের বিষয়ে আইনী কোন প্রদক্ষেপ নেবেন কিনা জানতে চাইলে ফখরুল ইসলাম সাইস্তা জানান- ‘এ বিষয়টি আমার আইনজীবিরা সিদ্ধান্ত নেবেন’। সংবাদ সম্মেলনে দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা আহবায়ক শাহ ইমাদ উদ্দিন নাসিরী, সিনিয়র সহ-সভাপতি সাদিকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক জুমান আহমেদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এমরান ফয়সল, সাংবাদিক আশরাফুল ইসলাম ইমরান, আব্দুল খালিক, শরিফ আহমদ ও গাও গেরামের খবর ফেইসবুক পেইজের এডমিন শেখ সাদিম উপস্থিত ছিলেন।  প্রেস বিজ্ঞপ্তি

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন