যুগভেরী ডেস্ক ::: এফডিসিতে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন সিলেটের গণমাধ্যম কর্মীরা। সোমবার (২৯ এপ্রিল) বিকাল সাড়ে ৫টায় সিলেট নগরীর চৌহাট্টাস্থ সিলেট কেন্দ্রীয় শহীদমিনারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সম্মিলিত গনমাধ্যমকর্মীদের ব্যানারে সিলেট প্রেসক্লাব, সিলেট জেলা প্রেসক্লাব, ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের (ইমজা), বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটি ও সিলেট উইমেনস জার্নালিস্ট ক্লাবের (সিউজা) সাংবাদিকবৃন্দসহ সিলেটের স্থানীয় কয়েকটি অনলাইন মিডিয়ার সংবাদকর্মীরা মানববন্ধনে অংশগ্রহণ করেন । মানববন্ধনে বক্তারা বলেন, এফডিসির ভেতর সাংবাদিকদের সাথে এরকম আচরণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। সাংবাদিকদের উপর এধরনের হামলার সঠিক বিচার না হওয়ার কারণে বরাবরই সাংবাদিকরা পেশাগত কাজ করতে গিয়ে আক্রমণের শিকার হন। তাই নিজেদের সুরক্ষার জন্য সাংবাদিকদের এক্যবদ্ধ থাকতে হবে। খবরের কাগজের দুজনসহ ২২ সাংবাদিকদের ওপর হামলাকারী শিবা শানু, জয় চৌধুরী ও আলেকজেন্ডার বোর বিচারের দাবী করেন সিলেটের গণমাধ্যমকর্মীরা। পাশাপাশি বিগতদিনে যত সাংবাদিক হত্যা ও হামলার ঘটনা ঘটেছে সেগুলোর সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবী করেন বক্তারা। সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবিরের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন স্বাগত বক্তব্য দেন খবরের কাগজের সিলেট ব্যুরো প্রধান উজ্জ্বল মেহেদী। মানববন্ধনে বক্তব্য দেন সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম , সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ্ দিদার আলম চৌধুরী নবেল, ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের (ইমজা)সভাপতি সজল ছত্রী, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম, বিপিজেএর সাবেক সভাপতি ডেইলি স্টার সিলেট ব্যুরো অফিসের ফটো সাংবাদিক শেখ আশরাফুল ইসলাম নাসির, ইমজার সিনিয়র সভাপতি লিটন চৌধুরী, মানববন্ধনে উপস্থিত ছিলেন, সিলেট প্রেসক্লাবের সহসাধারণ সম্পাদক সোয়াইব আহমদ, সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য দিব্য জ্যোতি সী, মাই টিভির সিলেট প্রতিনিধি মৃণাল কান্তি দাশ, এটিএন বাংলার ভিডিও জার্নালিস্ট ইকবাল মুন্সি, সিলেট প্রতিদিনের ফটো সাংবাদিক রেজা রুবেল, খোলা কাগজের ফটো সাংবাদিক আজমল আলী, সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য জয়ন্ত কুমার দাশ, সিলেট ভিউ টুয়েন্টি ফোরের ফটো সাংবাদিক পল্লব ভট্টাচার্য্য, ডিবিসি নিউজের মাল্টি মিডিয়া রিপোর্টার নয়ন সরকার নিমু, সিলেট ভিউ টুয়েন্টি ফোরের ভিডিও জার্নালিস্ট শহিদুল ইসলাম সবুজ, সিলেট ভিউ টুয়েন্টি ফোরের রিপোর্টার নিবেন্দু তালুকদার, খবরের কাগজের শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ইশফাক আলী, খবরের কাগজের সিলেট ব্যুরো অফিসের ফটো সাংবাদিক মামুন হোসেন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি মো. আকিমুন হাসান রাফি মো. আকিমুন হাসান রাফি, সাধারণ সম্পাদক মো. সাজিদ আল সাদেক, কোষাধ্যক্ষ মো. রাজিবুল ইসলাম, দপ্তর সম্পাদক মো. ফরিদুল ইসলাম, সাংবাদিক জুবায়ের আহমদ, জহির আহমেদ জনি, বিশাল দেব রিক্ত।পরিবেশ কর্মী শাহ সিকান্দর আহমেদ শাকির, ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সংসদের কোষাধ্যক্ষ সন্দীপ দাশ। মানববন্ধন সঞ্চালনা করেন সিলেট উইমেনস জার্নালিস্ট ক্লাবের সাধারণ সম্পাদক ও খবরের কাগজের সিলেট ব্যুরো অফিসের নিজস্ব প্রতিবেদক শাকিলা ববি।
সম্পাদক মণ্ডলীর সভাপতি : নূরুর রশীদ চৌধুরী, সম্পাদক : ফাহমীদা রশীদ চৌধুরী, সহকারী সম্পাদক : ফাহমীনা নাহাস
ভারপ্রাপ্ত সম্পাদক : অপূর্ব শর্মা