টিম টাইগার ফোর্স টিটিএফ সাধারণ মানুষের সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধ পরিকর। সাধারণ মানুষের বিনামূল্যে সাইবার সহায়তা দেওয়া এবং টিনেজারদের সাইবার সুরক্ষার পাশাপাশি সাইবার সচেতনতা বৃদ্ধি করতে টিম টাইগার ফোস কাজ করে যাচ্ছে। এছাড়া ডিজিটাল বাংলাদেশ নির্মানে ডিজিটাল অপরাধ মুক্ত দেশ গড়তে কাজ করে যাচ্ছে টিম টাইগার ফোর্স এর টিমের সদস্যরা। টিম টাইগার ফোর্স’র সিইও- মোঃ জহিরুল ইসলাম জুয়েল জানান, বিকাশের মতো একটি হুবহু ওয়েবসাইট http://168.119.136.10/~blufileb যেটি সাধারণ মানুষের সাথে প্রযুক্তির অপব্যবহার করে বিকাশ একাউন্টের নাম্বার পাসওয়ার্ড সংগ্রহ করতো উক্ত ওয়েবসাইট দিয়ে। সাম্প্রতিক সময়ে "Hello TTF" এপসে একাধিক অভিযোগ পাওয়ার পর অনুসন্ধান করে দেখা যায় এগুলো ওয়েব বেইসড ক্রাইম করছে অপরাধী চক্ররা। আইনপ্রয়োগকারী সংস্থা গুলোর নজর এড়াতে এবার ওরা একটু ভিন্ন পন্থা অনুসরণ করছে। ওয়েবসাইটগুলো প্রাইভেট সার্ভারে হোস্ট করা একটি বিদেশি কোম্পানির কাছে। যেই ওয়েবসাইট একদম অফিশিয়াল ওয়েবসাইটের মতো একটি সিস্টেম রেখেছে। যেখানে অপরাধী চক্ররা বিকাশ নাম পরিচয় ব্যবহার ইউজারদের নাম্বারে নানা ধরনের লোভনীয় অফার রিলেটেড এসএমএস পাঠায়। ভিকটিমরা যখন তাদের ট্রাপে পা দেয় তখন দেখতে পায় সেখানে বিকাশে লগইন করার সিস্টেম রয়েছে। ইউজার রা লগইন করার চেষ্টা করলে উক্ত নাম্বার এবং পাসওয়ার্ড অপরাধী চক্রে সার্ভারে চলে যায়। পরবর্তীতে কিছুদিন পর অপরাধীরা উক্ত তথ্য দিয়ে লগইন করার চেষ্টা করে এবং ওটিপি সংগ্রহের জন্য ভিকটিমকে কল করে বিকাশ কোম্পানি পরিচয় দিয়ে। একটা পর্যায়ে সাধারণ মানুষেররা সামান্য একটি ভুলের জন্য তাদের কষ্টের টাকা গুলো অপরাধীরা নিয়ে যায়। প্রেস-বিজ্ঞপ্তি
সম্পাদক মণ্ডলীর সভাপতি : নূরুর রশীদ চৌধুরী, সম্পাদক : ফাহমীদা রশীদ চৌধুরী, সহকারী সম্পাদক : ফাহমীনা নাহাস
ভারপ্রাপ্ত সম্পাদক : অপূর্ব শর্মা