যুগভেরী ডেস্ক ::: দেশের কিছু আত্মঘাতী মানুষ বঙ্গবন্ধুকে ছয় মাস বাঁচতে দেয়নি। যিনি এই দেশ স্বাধীন করেছিলেন। এদের বংশধররা বঙ্গবন্ধুর আদর্শের কোন সৈনিককে ভালো থাকতে দিবে না। তেমনি আমার বিরুদ্ধে সারা দেশে ষড়যন্ত্র চলছে, আমাকে হত্যা করা নতুবা আমাকে বেইজ্জত ( অসম্মান ) করা। পাশাপাশি কিছু কিছু মিডিয়া আমার অপপ্রচার করছে।তিনি বলেন, আমার অপরাধ আমি সব বরাদ্দ সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা দিয়ে দেই। তবে আমার বিরুদ্ধে যত ষড়যন্ত্রই হোক চুনারুঘাট-মাধবপুরের ৭ লক্ষ মানুষের দোয়া থাকলে কেউ আমার ক্ষতি করতে পারবে না। শনিবার দুপুরে ঘূর্ণিঝড়ের ক্ষতিগ্রস্তের মাঝে ঢেউটিন, চাল ও নগদ টাকা বিতরণ অনুষ্ঠানে ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন একথাগুলো বলেন। চুনারুঘাট উপজেলা হল রুমে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাহবুবুল আলম মাহবুব। বক্তব্য রাখেন, চুনারুঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর, ভাইস চেয়ারম্যান লুৎফুর রহমান মহালদার, ডাক্তার প্রিয়াঙ্কা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহিতুর রহমান নোমান ফরাজী, নজরুল ইসলাম, পিআইও প্লাবন পাল প্রমূখ। উল্লেখ্য, ক্ষতিগ্রস্ত ৮৫ পরিবারের কাছে ঢেউটিন, চাল ও নগদ টাকা বিতরণ করা হয়।
সম্পাদক মণ্ডলীর সভাপতি : নূরুর রশীদ চৌধুরী, সম্পাদক : ফাহমীদা রশীদ চৌধুরী, সহকারী সম্পাদক : ফাহমীনা নাহাস
ভারপ্রাপ্ত সম্পাদক : অপূর্ব শর্মা