এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

সিলেট জেলা স্টেডিয়ামে অসহায় দরিদ্র গণমানুষের সাথে ইফতার করলেন ডি আই জি

Daily Jugabheri
প্রকাশিত ০৬ এপ্রিল, শনিবার, ২০২৪ ০২:১৮:২২
সিলেট জেলা স্টেডিয়ামে অসহায় দরিদ্র গণমানুষের সাথে ইফতার করলেন ডি আই জি

সিলেট জেলা স্টেডিয়াম এর মোহাম্মদ আলী জিমনেসিয়ামে অসহায় দরিদ্র, গরীব-দু:খী খেটে খাওয়া শ্রমজীবী ও গণমানুষের ইফতার করলেন সিলেটের রেঞ্জ ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান, বিপিএম (বার) পিপিএম।
সিলেটের রেঞ্জ ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান বলেছেন, মুসলিম বিশ্বের জন্য শান্তি, নিরাপত্তা ও কল্যাণের মাস রমজান। দীর্ঘ এগারো মাসে অন্তরে যে মরীচিকা সৃষ্টি হয় তা দুর করতে রমজান মাসের আগমন। সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিমের উদ্যোগে মাসব্যাপী বিপুল মানুষের ইফতারের আয়োজন দেশ বিদেশে দৃষ্টান্ত স্থাপন করেছে। এবং মাহি উদ্দিন সেলিমের মহৎ আয়োজনে অনুপ্রাণিত হয়ে দেশের বিত্তশালীরা এগিয়ে এলে গরীব, দুস্থ ও অসহায়দের মুখে হাসি ফুটবে। গরীবদের যারা ভালোবাসে আল্লাহ্তায়ালা তাদের ভালোবাসেন। সমাজের সকল বিত্তবানরা এরকম মহতী উদ্যোগের এগিয়ে আসার আহবান জানান।
বৃহস্পতিবার (৫ এপ্রিল) ২৫ রমজান রিকাবীবাজারস্থ সিলেট জেলা স্টেডিয়ামে মোহাম্মদ আলী জিমনেসিয়ামে সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিমের উদ্যোগে মাসব্যাপী গণইফতার মাহফিলের পূর্বে তিনি এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি সৈয়দ হারুন অর রশিদ বিপিএম, এসএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মাসুদ রানা পিপিএম, অতিরিক্ত ডিআইজি নাসির উদ্দিন আহমেদ, এএসপি বায়েজিদ বিন মনসুর, সিলেট জেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমেদ সেলিম, যুগ্ম সম্পাদক হাসিফ আলম চৌধুরী, কোষাধ্যক্ষ সাহিদ আহমদ চৌধুরী জুয়েল, সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফসর আজিজ, সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী সদস্য মোস্তাফা ফরিদুল হোসেন কোরেশী (ফরহাদ কোরেশী), বাংলাদেশ মহিলা ক্রিকেটের সহকারী কোচ একেএম মাহমুদ ইমন,সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য আক্কাস উদ্দিন আক্কাই, মাহি উদ্দিন রাসেল, রাফাত মালিক রাফি, সিলেট বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থার অফিস সেক্রেটারী বিপুল চন্দ্র তালুকদার সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের সহকারী অফিস সেক্রেটারী সুজিত রায়, রিয়াজ উদ্দিন হেলাল, জয়দীপ দাস সুজক প্রমুখ।
বিশ্বের মুসলিম জাহানের হেদায়াত কামনা করে দোয়া পরিচালনা করেন রেঞ্জ ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান, বিপিএম (বার) পিপিএম। এসময় ইফতার মাহফিলে রাজনীতিবিদ, সাংবাদিক, সামাজিক, ক্রীড়া ব্যক্তিত্ব, ছাত্রনেতা ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ইফতার মাহফিল পূর্বে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।  বিজ্ঞপ্তি

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন