এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

গোয়াইনঘাটে ঝড় ও শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে সরকারি  উদ্যোগে ঢেউটিন, নগদ অর্থ বিতরণ

Daily Jugabheri
প্রকাশিত ০৩ এপ্রিল, বুধবার, ২০২৪ ২৩:৫৪:০৩
গোয়াইনঘাটে ঝড় ও শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে সরকারি  উদ্যোগে ঢেউটিন, নগদ অর্থ বিতরণ

নিজস্ব সংবাদদাতা, গোয়াইনঘাট :::


সিলেটের গোয়াইনঘাট  উপজেলায় আকস্মিক ঝড় ও শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে সরকারি সহায়তা হিসেবে ঢেউটিন এবং নগদ অর্থ বিতরণ করা হয়েছে।  ০৩ এপ্রিল, ২০২৪ তারিখ বিকাল ৪:৩০ সময় ঢেউটিন এবং নগদ অর্থ বিতরণ করেন। এ সময় গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার  মো: তৌহিদুল ইসলাম জানান  জেলা প্রশাসনের ত্রাণগুদাম থেকে বিগত মার্চ মাসে  প্রাপ্ত উপ-বরাদ্দ থেকে শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্থ পরিবারগুলোকে জরুরি ভিত্তিতে সহায়তা প্রদানের উদ্যোগ নেয়া  হয়।  আজকে সরকারি সহায়তা বিতরণের সময় উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার  মো: তৌহিদুল ইসলাম।  আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শীর্ষেন্দু পুরকায়স্থ, গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি এম এ মতিন, সালুটিকর বাজার ব্যাবসায়ী সমিতি লি:মি: সভাপতি সামছু উদ্দিন  নন্দীরগাঁও ইউপি চেয়ারম্যানের প্রতিনিধি, ইউপি সচিব এবং ইউপি সদস্যগণ।  সিলেট-৪ আসনের মাননীয় সংসদ সদস্য  ইমরান আহমদ এমপি, সভাপতি, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি এর নির্দেশনা অনুযায়ী আজ প্রথম ধাপে ১৭ টি পরিবারের প্রত্যক পরিবারকে দুই বান্ডেল  ঢেউটিন এবং টিন সামগ্রী সংযোজন বাবদ ৬,০০০/- (ছয় হাজার) টাকা সরকারি সহায়তা বিতরণ করা হয়েছে। প্রথম ধাপে আজ মোট ৩৪ বান্ডেল ঢেউটিন এবং  ১ লাখ ২ হাজার টাকা বিতরণ করা হয়েছে।  এখানে উল্লেখ্য যে, ৩১ মার্চ,২০২৪ তারিখ রাতে আকস্মিক ঝড় ও প্রচন্ড শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের তালিকা অনুযায়ী উপজেলা থেকে প্রেরিত ত্রাণের চাহিদা জেলা প্রশাসন, সিলেট দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।  মন্ত্রণালয় থেকে বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে ক্ষতিগ্রস্ত বাকি পরিবারগুলোকে সরকারি সহায়তা প্রদান করা হবে।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন