মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৪ উপলক্ষে মুক্তিযুদ্ধে বীর শহিদদের স্বশ্রদ্ধচিত্তে স্মরণে চারুপাঠ চারুবিদ্যালয়, সিলেটের উদ্যোগে মাসব্যাপী চিত্রাঙ্কন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। চারুপাঠের এ চিত্রাঙ্কন কর্মশালায় দীর্ঘ নয় মাস মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটের প্রেক্ষিতে ছোট ছোট আঁকিয়েরা তাদের রং আর তুলির মাধ্যমে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ক্যানভাসে তুলে ধরে। শুক্রবার (২৯ মার্চ ২০২৪) সকাল ১০টায় সিলেট নগরীর সুবিদ বাজার এলাকায় অবস্থিত চারুপাঠ কর্তৃক আয়োজিত কর্মশালার সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থেকে বাংলাদেশের স্বাধীনতায় মুক্তিযোদ্ধাদের অংশগ্রহণ ও আত্মত্যাগের কথা ক্ষুদে শিক্ষার্থীদের মধ্যে তুলে ধরেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সহ-সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. রফিকুল হক। মাসব্যাপী এ কর্মশালায় চারুপাঠের ষষ্ঠ ও সপ্তম বর্ষের শিক্ষার্থী দীপায়ন দাস, পৃথা দেবী, জারিন তাসনিম রুবাবা, নিবেদিতা আচার্য্য, পারিজাত রাহনুমা সিদ্দিকা নিধি, মৃত্তিকা ঘোষ, ওয়ারিসা জান্নাত যাহরা, অনিন্দ্য আদি চৌধুরী, তৈষী বাড়ৈ তাথৈ, বিপ্রজিত কর নিশান, সংহিতা বনিক, খাদিজা খানম আনিতা, প্রজ্ঞা লাবনী দে প্রমি, নুজহাত তায়্যিবা খানম লাবিবা এবং বিদ্যারতি ভট্টাচার্য অংশগ্রহণ করে। বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস, মুক্তিযুদ্ধের চেতনা এবং স্বাধীন বাংলাদেশ পেতে মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের কথা চারুপাঠ চারুবিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিচিত করার প্রয়াসে স্বাধীনতার মাসব্যাপী এ চিত্রাঙ্কন কর্মশালার আয়োজন করে বলে জানান চারুপাঠ চারুবিদ্যালয়ের পরিচালক মার্জিয়া হোসাইন পপি। এ আয়োজনকে তাৎপর্যপূর্ণ উল্লেখ করে চারুপাঠকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানে বক্তব্য দেন চারুপাঠের শিক্ষার্থীদের অভিভাবক বীথি বনিক (শিক্ষার্থী সংহিতা বনিকের মা) শিক্ষক টিটন কান্তি দাশ এবং চারুপাঠের শিক্ষার্থী বিপ্রজিত কর নিশান।মাসব্যাপী চিত্রাঙ্কন কর্মশালায় সহযোগিতা করার জন্য চারুপাঠের শিক্ষক ও শিক্ষার্থীদের ধন্যবাদ জ্ঞাপন করেন চারুপাঠের পরিচালক প্রশান্ত কুমার দাস এবং নন্দিতা রায়। প্রেস বিজ্ঞপ্তি
সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন