মুক্তিযোদ্ধারা জীবন বাজি রেখে এই দেশকে স্বাধীন করেছেন। তাই মুক্তিযোদ্ধাদের প্রাপ্য সম্মান দিতে হবে। মুক্তিযোদ্ধারা যদি যুদ্ধ না করতেন তাহলে আমরা এ দেশ স্বাধীন পেতাম না। তাদের কারণে আজ আমরা স্বাধীন দেশে বসবাস করছি। বীর মুক্তিযোদ্ধ রফিকুল হকও জীবন বাজি রেখে মুক্তিযুদ্ধ করেছেন। তাঁর এই অবদান আমাদের চলার পথে অনুপ্রেরণা হয়ে থাকবে। যারা মুক্তিযুদ্ধকে লালন করেন তারাই হচ্ছে প্রকৃত দেশ প্রেমিক। বুধবার (২৭ মার্চ) বিকেলে নগরীর শাহী ঈদগাহস্থ একটি অভিজাত হোটেলের হলরুমে সুরমা বয়েজ ক্লাবের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা এডভোকেট রফিকুল হক-কে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা উপরোক্ত কথাগুলো বলেন। সুরমা বয়েজ ক্লাবের সভাপতি ও ১৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর দিলওয়ার হোসাইন সজিবের সভাপতিত্বে ও প্রতিষ্ঠাতা আনোয়ার হোসেন এর পরিচালনায় সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা এডভোকেট রফিকুল হক। প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডা. আরমান আহমদ শিপলু। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ইয়ামিন আহমদ চৌধুরী মুন্না, সাংবাদিক এম এ মালেক, সিনিয়র সদস্য কয়েছ আহমদ দারা, যুগ্ম সাধারণ সম্পাদক রেজওয়ান আহমদ, সদস্য ববি বাহাদুর, অমিত বাহাদুর, অপূর্ব বাহাদুর, নবরাজ বাহাদুর তুষার প্রমুখ। বিজ্ঞপ্তি
সম্পাদক মণ্ডলীর সভাপতি : নূরুর রশীদ চৌধুরী, সম্পাদক : ফাহমীদা রশীদ চৌধুরী, সহকারী সম্পাদক : ফাহমীনা নাহাস
ভারপ্রাপ্ত সম্পাদক : অপূর্ব শর্মা