সিলেটের ফেঞ্চুগঞ্জে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে নানা কর্মসূচি পালন করে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (২৬ মার্চ) উপজপলা হেলিপ্যাড মাঠে জাতীয় সংগীত পরিবেশনের সাথে জাতীয় পতাকা উত্তোলন করেন ইউএনও ফারজানা প্রিয়াংকা। এরপর পুলিশের একটি চৌকস দল গার্ড ওব অনার প্রদান করে। এতে বিভিন্ন প্রতিষ্ঠান অংশ নেয়। এর পর বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের অংশ গ্রহণে বিভিন্ন শারীরিক কসরত অংশ নেয়।সকাল ১১ টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ফারজানা প্রিয়াংকা আলোচনা অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান মোহিনী বেগম, ফেঞ্চুগঞ্জ থানার অফিসার ইনচার্জ গাজী আতাউর রহমান ফেঞ্চুগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান তৈয়ফুর রহৃান শহীন,২নং মাইজগাও ইউনিয়নের চেয়ারম্যান জুবেদ আহমাদ চৌধুরী শিপু, মুক্তিযোদ্ধা কমান্ডার মাহতাব উদ্দীন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ নুরুল হুদা,কৃষি অফিসার সুব্রত দেবনাথ,উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা রাশেদুল হক সহ বিভিন্ন প্রশাসনের কর্মকর্তা কর্মচারী সহ বিভিন্ন শ্রেনী পেশার লোক এতে অংশ নেয়। শেষে এক প্রীতি ফুটবল ম্যাচ ও মনোঞ্জ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসের সমাপ্তি
সম্পাদক মণ্ডলীর সভাপতি : নূরুর রশীদ চৌধুরী, সম্পাদক : ফাহমীদা রশীদ চৌধুরী, সহকারী সম্পাদক : ফাহমীনা নাহাস
ভারপ্রাপ্ত সম্পাদক : অপূর্ব শর্মা