সিলেটের ইয়াং স্টার ক্লাবের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন এবং ইয়াং স্টার ক্লাবের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। আজ মঙ্গলবার (২৬ মার্চ) সকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদনের মধ্যে দিয়ে দিবসের সূচনা হয়। এরপর ইয়াং স্টার ক্লাবের ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে ক্লাবের মাদ্রাসার এতিমখানা ছাত্রদের সাথে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ইয়াং স্টার ক্লাবের সভাপতি মাসুদুর রহমান সভাপতিত্বে সাধারণ সম্পাদক জয়নাল আবেদীনের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন ক্লাবের উপদেষ্টামন্ডলী, কার্যনির্বাহী সদস্যবৃন্দ ও সদস্যবৃন্দ। দোয়া মাহফিলে ইসলামিক বিভিন্ন বিষয়ে আলোচনা করেন জামেয়া করীমিয়া এহইয়াউল উলূম মাদ্রাসা, পশ্চিম ভাটপাড়া ইসলামপুরের মাদ্রারাসাটির পরিচালক ও মুহতামিম মাওলানা মুহম্মাদ খলিলুর রহমান । রোজার বিশেষত্ব ও রোজায় করনীয় নিয়েও আলোচনা করেন তিনি। ইফতারের আগে দেশের শান্তি কমনায় মোনাজাত করা হয়। এসময় দেশের জনগণ যাতে ভালো ভাবে রোজা পালন করতে পারে সেজন্য মহান আল্লাহর দরবারে দোয়া করা হয়। দেশে শান্তি সম্প্রীতির বন্ধন অটুট থাকে সেই দোয়াও কামনা করেন। উক্ত ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ইয়াং স্টার ক্লাবের উপদেষ্টা ও ৪ নং খাদিমপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এডভোকেট আফছর আহমদ, ইয়াং স্টার ক্লাবের সহ -সভাপতি আহমদ আলী সুমন, সাংগঠনিক সম্পাদক রোকন আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক এস এম সোয়েব, অর্থ সম্পাদক মাসুদ আহমদ ইমন, ক্লাবের সদস্য রুবেল আহমদ, আবুল বাশার, কামরুল ইসলাম, সুদীপ শর্ম্মা, রাসেল আহমদ, জুয়েদ আহমদ মিলু, ফয়জুল রহমান লিটন, রুমেল আহমদ, সাইদুর রহমান, ফয়সল আহমদ, মোঃ মামুন মিয়া, প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি
সম্পাদক মণ্ডলীর সভাপতি : নূরুর রশীদ চৌধুরী, সম্পাদক : ফাহমীদা রশীদ চৌধুরী, সহকারী সম্পাদক : ফাহমীনা নাহাস
ভারপ্রাপ্ত সম্পাদক : অপূর্ব শর্মা