সিলেটের দুইটি কলেজসহ চারটি ইউনিটের কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ ছাত্রলীগ সিলেট জেলা ও মহানগর শাখা। ইউনিটগুলো হলো- সরকারি মুরারি চাঁদ (এমসি) কলেজ সিলেট, সিলেট সরকারি কলেজ, সিলেট সদর উপজেলা ও দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগ। শুক্রবার (২২ মার্চ) রাতে সিলেট মহানগর ছাত্রলীগের সভাপতি কিশওয়ার জাহান সৌরভ ও সাধারণ সম্পাদক নাঈম আহমদ এবং জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম ও সাধারণ সম্পাদক রাহেল সিরাজ পৃথক বিজ্ঞপ্তিতে চার ইউনিটের কমিটির অনুমোদন দিয়েছেন। নতুন কমিটির দায়িত্বশীলরা হলেন-সিলেট সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি রুহেল আহমদ ও সাধারণ সম্পাদক ইমতিয়াজ আহমদ শোভন, মুরারি চাঁদ কলেজ সিলেটের (এমসি) সভাপতি দিলোয়ার হোসেন রাহী ও সাধারণ সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব। সিলেট সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ রবিউল হাসান শেরওয়ান, সাধারণ সম্পাদক দেবাশিষ গোয়ালা দেব, দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগের সভাপতি নোমান আহমদ লাকি ও সাধারণ সম্পাদক মো.জয়নাল আবেদীন ইমন। ১১০ সদস্য বিশিষ্ট এমসি কলেজ ছাত্রলীগের কমিটিতে ৩৬ জন সহসভাপতি, ১০ জন যুগ্ম সাধারণ সম্পাদক ও ৯ জন সাংগঠনিক সম্পাদক রয়েছেন। ৮১ সদস্য বিশিষ্ট সিলেট সরকারি কলেজ ছাত্রলীগের কমিটিতে ২৫ জন সহসভাপতি, ৯ জন যুগ্ম সাধারণ সম্পাদক ও ৯ জন সাংগঠনিক সম্পাদক রয়েছেন। ১১৯ সদস্য বিশিষ্ট সিলেট সদর উপজেলা ছাত্রলীগের কমিটিতে ৩৮ জন সহসভাপতি, ৯ জন যুগ্ম সাধারণ সম্পাদক ও ৯ জন সাংগঠনিক সম্পাদক রয়েছেন। আর ১২১ সদস্য বিশিষ্ট দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগের কমিটিতে ৪১ জন সহসভাপতি, ৯ জন যুগ্ম সাধারণ সম্পাদক ও ৯ জন সাংগঠনিক সম্পাদক রয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি
সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন