এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
২২শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

……………………………

কালীঘাট চাউল বাজার শ্রমিক  কল্যাণ সমিতির সহ সভাপতি দুলাল মিয়া আর নেই, শোক প্রকাশ

Daily Jugabheri
প্রকাশিত ১৫ মার্চ, শুক্রবার, ২০২৪ ২০:৪০:১৬

সিলেট কালীঘাটের চাউল বাজার শ্রমিক কল্যাণ সমিতির সহ সভাপতি দুলাল মিয়া আর নেই। কালীঘাট চাউলের দোকানে কাজ করার সময় হঠাৎ করে চাউলের ফিল্ড ধ্বসে তার উপরে পরে যায়। সাথে সাথে তাকে উদ্ধার করে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গত ১লা রমজান দুপুর ২টা ৩০ মিনিটের সময় এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি (ইন্নালিল্লাহি…………….…….রাজিউন)। মৃত্যুকালে তার বয়স ছিল ৪৫ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ সন্তান সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
এদিকে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কালীঘাট চাউল বাজার শ্রমিক কল্যাণ সমিতির সভাপতি মো. বাছির মিয়া ও সাধারণ সম্পাদক ওসমান গণিসহ সমিতির সকল স্তরের নেতৃবৃন্দ।
শুক্রবার (১৫ মার্চ) এক শোক বার্তায় নেতৃবৃন্দ বলেন, দুলাল মিয়া সব সময় নিষ্ঠার সাথে কাজ করে গেছেন। বাজারে তার অনেক সুনাম রয়েছে। আমরা তার মৃত্যুতে গভীরভাবে শোকাহত। পাশাপাশি নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। বিজ্ঞপ্তি

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন