গোয়াইনঘাট উপজেলার নন্দীরগাঁও ইউনিয়নে জলুরমুখ ব্রিজ নির্মাণ ও ঘন ঘন গরু চুরি বন্ধের প্রতিবাদে জলুরমুখ এলাকবাসীর উদ্যেগে জলুরমুখ বাজারে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
সোমবার (১১ মার্চ) বিকেল ৩টায় জলুরমুখ উচ্চবিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি এম মোহাম্মদ আলীর সভাপতিত্বে ও শ্রমিক নেতা লোকমান হোসেনর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গোয়াাইনঘাট উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মো. ইসলাম আলী। এসময় উপস্থিত ছিলেন মুরুব্বি নূরুল ইসলাম নুরু, নীলমনি নম, রাশিদ আলী, জমির উদ্দিন, জালাল উদ্দিন, মুজাহিদ আলী, মাহমুদ আলী, রজব আলী, রাধারমন প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, হাজার হাজার মানুষের চলাচলের জন্য গোয়াইনঘাটের নন্দিরগাঁও ইউনিয়নের জলুরমুখে একটি ব্রিজ নেই। ফলে জলুরমুখ হয়ে পড়েছে যোগাযোগ বিচ্ছিন্ন এলাকা। এর সুযোগ নিচ্ছে চুর চক্র। ফলে দিন দিন গরু, মহিষ চুরির ঘটনা বৃদ্ধি পাচ্ছে। এছাড়া সেতু না থাকায় এখানে সহজে আইশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পৌঁছাতে পারেন না। রোগী নিয়ে যাতায়াতে ও দুর্ভোগ পোহাতে হচ্ছে। বক্তরা অভিলম্বে জলুরমুখে ব্রিজ নির্মাণ, চুরি বন্ধে চোরদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান। প্রেস বিজ্ঞপ্তি
সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন